ভোটে দেওয়াল লিখন শিল্পীরা কাজের বরাত পাওয়ায় মুখের হাসি চওড়া হতে শুরু করেছে
1 min readভোটে দেওয়াল লিখন শিল্পীরা কাজের বরাত পাওয়ায় মুখের হাসি চওড়া হতে শুরু করেছে
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২০ মার্চ:ভোট উৎসব বিগত এক মাস আগে থেকেই শুরু হয়ে যাওয়ায় দেওয়াল লিখন শিল্পীরা কাজের বরাত পাওয়ায় মুখের হাসি চওরা হতে শুরু হয়ে গিয়েছে।বর্তমানে কি দিন কি রাত বিভিন্ন রাজনৈতিক দলের বরাত অনুযায়ী মাঠে ঘাটে দেওয়াল লিখনের কাজে নেমে পড়েছে।জনৈক দেওয়াল লিখন শিল্পী জানান এই নির্বাচনে আমরা বিভিন্ন দলের হয়ে দেওয়াল লিখন লিখে থাকি।কখনো পদ্ম,কখনো জোড়া ঘাস ফুল,আবার কোথায় হাত আবার কোথাও কাঁচিয়া হাতুড়ি তারার মত রঙিন ছবি।সাথে বিভিন্ন রাজনৈতিক দলের
প্রার্থীদের নামের পাশে আবার নানান ধরনের মুখরোচক নির্বাচনী ছড়া লিখতে হচ্ছে।এবারের ২০২১ সালের বিধান সভা নির্বাচনে প্রায় প্রতিটি দেওয়াল লিখনে নুতন একটি শব্দ মানুষের মন কেড়েছে “খেলা হবে”।
এই সবের মধ্য দিয়ে ভোট উৎসবের আসর যেন জমে উঠেছে বলা যায়।কালিয়াগঞ্জ ৩৪ নম্বর ( তপ ) সংরক্ষিত আসনটিতে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হলেও এই সময় পর্যন্ত সাশক তৃণমূল দলের প্রার্থী তপন দেব সিংহের নাম ঘোষিত হয়েছে।তাই তপন দেবসিংহের নাম কালিয়াগঞ্জ বিধান সভার অধিকাংশ দেওয়ালে লিখা হয়েছে।বাম-কংগ্রেস জোটের প্রার্থীর নাম এখনো ঘোষণা না হবার ফলে প্রার্থীর নাম
ছাড়াই দলের প্রতীকের ছবি দেওয়াল লিখনে স্থান পাচ্ছে।কোথাও কোথাও ছড়া ও কার্টুন আঁকা হচ্ছে।অপর দিকে বিজেপি দলের প্রার্থীর নাম ঘোষণা হলেও প্রার্থীর নাম নিয়ে দলের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় প্রার্থীর নাম ছাড়াই দেওয়াল লিখনের কাজ জোর কদমে চলছে।কালিয়াগঞ্জের বিজেপির নেতৃত্বরা মনে করছে তারা তাদের বিজেপি প্রার্থীর নামের সমস্যা খুব শীঘ্রই মিটে যাবে।কালিয়াগঞ্জ শহর ও গ্রামে দেওয়াল লিখন শিল্পীদের হাতের সূক্ষ্ম তুলির ছোঁয়ায় বর্তমানে গেরুয়া,নীল সবুজ,লাল,হলুদ সাদা কালো রঙের মিশ্রনে এক কথায় কালিয়াগঞ্জ শহরের রূপ যেন অন্য মাত্রা পেয়েছে।