বিজেপি ছাড়লেন শোভন-বৈশাখী প্রার্থীপদ নিয়ে বিরোধ
1 min readবিজেপি ছাড়লেন শোভন-বৈশাখী প্রার্থীপদ নিয়ে বিরোধ
রাজনৈতিক বিশেষজ্ঞরা ভেবেছিলেন বেহালা পূর্ব আসনে বিজেপি-র প্রার্থী করা হবে তাঁকেই। তিনি নিজেও সে রকমই ভেবেছিলেন। কিন্তু হল না। সেই আসনে শোভন চট্টোপাধ্যায়ের বদলে বিজেপি প্রার্থী করল অভিনেতা পায়েল সরকারকে। আর তাতেই বাধল গোল। দল ছাড়লেন শোভন এবং তাঁর বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়।দলীয় নেতৃত্বকে চিঠি দিয়ে সেকথা জানিয়ে দিলেন তাঁরা। সূত্রের খবর, দিলীপ ঘোষ, অরবিন্দ মেননকে এই সিদ্ধান্তের কথা চিঠি লিখে জানিয়েছেন তাঁরা।অতীতে এই বেহালা পূর্বেই তৃণমূলের টিকিটে প্রার্থী হতেন শোভন।
তিনি তৃণমূল ছাড়ার পর এই বিধানসভা নির্বাচনে সেখানে প্রার্থী হয়েছেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। সেই আঁচ আগেই পেয়েছিলেন শোভন। তাই বারবার ওই কেন্দ্রে প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। বিজেপি-র রাজ্য নেতৃত্বের সঙ্গে এই নিয়ে কথা হয়েছিল বলেও খবর।জানা গেছে, বিজেপি-র প্রস্তাব ছিল শোভন চট্টোপাধ্যায় যাতে বেহালা পশ্চিমে দাঁড়ান। কিন্তু শোভন চেনা জায়গা ছাড়া অন্য কোথাও দাঁড়াতে রাজি হননি। একথা জানিয়েছিলেন বৈশাখীও। কিন্তু আজ তৃতীয় এবং চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা গেল, শোভনকে সেখানে প্রার্থী করেনি বিজেপি। আর বৈশাখীকে কোনও কেন্দ্রেই প্রার্থী করার কথা নাকি ভাবছে না দল। তাতেই সমস্যা। আর তার জেরেই দল ছাড়ল এই জুটি।তার আগে ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছেন বৈশাখী। লিখেছেন, ‘আপনি আমার আইকনই থাকবেন। আজকের অবমাননা আমাদের উত্সাহ নষ্ট করতে পারবে না। ষড়যন্ত্র কখনও দীর্ঘস্থায়ী হয় না। পূর্ব বেহালার মানুষ আপনাকে ভালোবাসে। সেটাই আপনার মূল শক্তি।’ এর পর শোভনের রাজনৈতিক জীবন নিয়েও কিন্তু উঠে গেল প্রশ্ন?