তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ আগামীকাল কালীঘাটে , কী থাকছে তাতে?
1 min readতৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ আগামীকাল কালীঘাটে , কী থাকছে তাতে?
কথা ছিল বৃহস্পতিবার আসন্ন বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করবেন দলনেত্রী মমতা ব্যানার্জি। বরাবরের মতো সেই কালীঘাটে বসে। কিন্তু বাদ সাধল দুর্ঘটনা। গুরুতর আঘাত। হাসপাতাল-বাস। অগত্যা তাই আগামীকাল, রবিবার সন্ধে ৭টায় তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন সুপ্রিমো। সেই কালীঘাটে। তবে চেয়ারের বদলে হুইল চেয়ারে বসে।
এই ইস্তেহার প্রকাশ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। কী কী প্রতিশ্রুতি থাকবে এবার শাসক দলের ইস্তেহারে? সূত্রের খবর, তৃতীয় বার ভোটে জিতলে কী কী করবে তৃণমূল সরকার, তাতে খুব বেশি জোর দেওয়া হবে না। বরং বেশি জোর দেওয়া হচ্ছে, কেন্দ্রে মোদি সরকারের সঙ্গে রাজ্যে মমতার সরকারের তুলনায়। গত সাত বছর নরেন্দ্র মোদি সরকারের কোন কোন সিদ্ধান্ত দেশের অর্থনীতি, সামাজিক পরিস্থিতি ও সম্প্রীতির পরিবেশ নষ্ট করেছে, সে কথা তুলে ধরা হবে তৃণমূলের নির্বাচনী ইস্তাহারে। মোদি সরকারে আচমকা ডাকা লকডাউনের জেরে দেশবাসী, বিশেষত গরিব ও পরিযায়ী শ্রমিক কতটা বিপাকে পড়েছে, সে কথাও তুলে ধরা হতে পারে ইস্তেহারে। বিজেপি প্রচারে এসে বারবার বলছে, ‘সোনার বাংলা’ গড়ব। সেই স্লোগানকেই নস্যাত্ করতে চায় তৃণমূল। ইস্তেহারে দেখাতে চায়, যারা দেশকেই ভালো রাখতে পারেনি, তাপা বাংলাকে সোনার কীভাবে গড়বে।