দক্ষিণ দিনাজপুরে রাজনৈতিক সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
1 min readদক্ষিণ দিনাজপুরে রাজনৈতিক সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
শুধু মার্চে নয়, এপ্রিলেও ভোটের প্রচারে একাধিকবার রাজ্য সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ মিলিয়ে একাধিক জেলায় সভায় করবেন। এমনকী কলকাতাতেও ফের জনসভা করবেন তিনি।জানা গিয়েছে, ১ এপ্রিল মথুরাপুর এবং উলুবেড়িয়ায় জোড়া সভা থাকবে প্রধানমন্ত্রীর।
এরপর ৩ এপ্রিল আরামবাগে সভা করবেন। ৬ এপ্রিল যাবেন কোচবিহার এবং সোনারপুরে। এরপর ফের ১০ এপ্রিল রাজ্যে আসবেন। সেদিন শিলিগুড়িতে আসবেন মোদি। এখানেই শেষ নয়, ১২ এপ্রিল কল্যাণী এবং বর্ধমানে ফের জোড়া জনসভা প্রধানমন্ত্রীর। এরপর ১৪ এপ্রিল বারাসত এবং কৃষ্ণনগরে মোদী। তারপর ১৭ এপ্রিল গঙ্গারামপুর এবং ২০ এপ্রিল মুর্শিদাবাদে সভা করবেন তিনি। ২২ এপ্রিল আসানসোল এবং মালদায় সভা তাঁর। এর পরদিনই খাস দক্ষিণ কলকাতায় জনসভা করবেন নরেন্দ্র মোদী।