ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের ডাকে দুই দিন ব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের সমর্থনে ব্যাঙ্ক কর্মীদের পথ সভা-
1 min readইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের ডাকে দুই দিন ব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের সমর্থনে ব্যাঙ্ক কর্মীদের পথ সভা-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৩ মার্চ:কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের নির্দেশে ক্রমশই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের সংখ্য ৩০থেকে কমিয়ে মাত্র১২ টি করা হয়েছে।ব্যাঙ্ক ব্যবস্থা যখন আরো নিবিড় ভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন।সেখানে কেন্দ্রের অর্থ মন্ত্রক দেশের ব্যাঙ্ক ব্যবস্থা আরো সঙ্কুচিত করে চলেছে।কেন্দ্রীয় সরকার চাইছেন সারা দেশে মাত্র ৪-৫টি ব্যাঙ্ক রেখে বাকিদের বেসরকারি করন।কেন্দ্রীয় সরকার বৃহৎ পুঁজির কাছে ব্যাঙ্কের পাওনা আদায় সক্রিয় নয়।দেশের ব্যাঙ্কের টাকা লুট করে দেশান্তর হচ্ছে,কোটি কোটি টাকা বৃহৎ পুঁজির ক্ষেত্রে অনাদায়ী ঋণ ব্যাঙ্কের খাতা থেকে মুছে ফেলা হচ্ছে।অথচ অন্যদিকে ব্যাঙ্কের কর্মী সঙ্কুচিত করে দেশের ব্যাঙ্ক শিল্পে এক অরাজকতা
আনা হচ্ছে।ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নসের কালিয়াগঞ্জ ব্লকের আহ্বায়ক দেবব্রত দাস বলেন আমাদের আন্দোলন কেন্দ্রীয় সরকারের ব্যাঙ্ক শিল্পকে ধ্বংস করার বিরুদ্ধে আগামী ১৫ ও ১৬মার্চ সারা দেশব্যাপী আমাদের দুইদিন ব্যাপী এই ধর্মঘট ডাকা হয়েছে।দেবব্রত দাস আরো জানান সম্প্রতি দেশের অর্থমন্ত্রী নির্মলা সিতারমন দেশের বাজেট পেশ করার সময় প্রস্তাব দিয়েছেন দুটি সরকারি ব্যাঙ্কের
বেসরকারি করনের প্রস্তাব।এখানেই থেমে থাকেন নি,এছাড়াও প্রস্তাব দেওয়া হয়েছে আই ডি বি আই ব্যাঙ্ক বিক্রির প্রস্তাব,একটি সাধারণ বীমা সংস্থার বে সরকারীকরনের,জীবন বিমার শেয়ার বিক্রি,বীমা শিল্পে বিদেশি বিনিয়োগ ৪৯ শতাংশ থেকে বাড়িয়ে ৭৪ শতাংশ করার প্রস্তাব যা দেশের আর্থিক বিকাশের ক্ষেত্রে বড় বিপর্যয় আনবে বলে আশঙ্কা করা হচ্ছে।ব্যাঙ্ক ধর্মঘটের সমর্থনের কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ের পথসভায় উপস্থিত ছিলেন ১২ই জুলাই কমিটির কালিয়াগঞ্জ শাখার সম্পাদক শীতল আচার্য,তপন কুমার চক্রবর্তী, কার্তিক দে,জীবন বীমার পক্ষ থেকে পিকু বিশ্বাস সহ অনেকেই।