কালিয়াগঞ্জ এ বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবে জানিয়ে গেলেন বিজিপি কেন্দ্রীয় পর্যবেক্ষক তারক নাথ সিং
1 min readকালিয়াগঞ্জ এ বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবে জানিয়ে গেলেন বিজিপি কেন্দ্রীয় পর্যবেক্ষক তারক নাথ সিং
ভারতের প্রধানমন্ত্রী মোদি সবচেয়ে বড় নেতা। আমেরিকার চায়না সবাই নরেন্দ্র মোদিকে সিমিহ করে চলে। যেভাবে ভারতবর্ষের সমস্ত বর্ণের মানুষের কথা চিন্তা করে তিনি কাজ করে চলছেন তা এক নজিরবিহীন ঘটনা। আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে এসে এমনটাই বললেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক তারক নাথ সিং। তিনি বলেন মোদীজি সব সময় চান সবকা সাথ সবকা বিকাশ।
মা বোনেদের জন্য উজ্জ্বলা যোজনা তিনি পৌঁছে দিয়েছেন ঘরে ঘরে। তিনি বলেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেভাবে বিভেদ গামি শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে তাকে আদতে মানুষের দুঃখ কষ্টের সীমা শেষ পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন কেন্দ্রীয় সরকারের একটি সফলতম যোজনা আয়ুষ্মান ভারত এবং কিসান নিধি যোজনা। যার সুফল বাংলার মানুষ পাচ্ছেন না এ রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য। তিনি বলেন কালিয়াগঞ্জ এর জনতা জনার্দন খুবই উৎসাহিত হয়ে আছে আগামী দিনে এই রাজ্যে বিজেপি সরকার দেখার জন্য। তিনি বলেন কালিয়াগঞ্জ প্রচুর ভোট নিয়ে বিজেপি প্রার্থী এখানে জয়লাভ করবে এ ব্যাপারে কোন সন্দেহ নেই।তিনি আরও বলেন খুব শীঘ্রই বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হবে এবং বিজেপি সেই প্রার্থীকে জেতানোর জন্য জোর কদমে মাঠে-ময়দানে লড়াই চালিয়ে যাবে।এদিন তিনি কালিয়াগঞ্জে বিজেপি কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন আগামী দিনের রণকৌশল ঠিক করার জন্য।