বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ না হতেই বালুরঘাট বিধানসভা কেন্দ্রে বিজেপি নেতা নীলাঞ্জন রায়ের নাম লেখা হল
1 min readবিজেপির প্রার্থী তালিকা প্রকাশ না হতেই বালুরঘাট বিধানসভা কেন্দ্রে বিজেপি নেতা নীলাঞ্জন রায়ের নাম লেখা হল
বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ না হতেই বালুরঘাট বিধানসভা কেন্দ্রে অর্থাৎ বালুরঘাট শহরের শিবতলি ও ব্রিজকালী এলাকায় দু’টি দেওয়ালে প্রার্থী হিসেবে বিজেপি নেতা নীলাঞ্জন রায়ের নাম লেখা হল। বিষয়টি বৃহস্পতিবার সকালে চাউর হতেই তড়িঘড়ি সেই দেওয়ালগুলিতে মুছে ফেলা হয়েছে সেই বিজেপি নেতার নাম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে কেউ বা কারা ওই দেওয়ালে নিজেদের প্রার্থীর নাম লেখেন।
এরপরে সকালে বিষয়টি প্রকাশ হতেই নিন্দা ছড়িয়ে পরে। বিষয়টি সামাল দিতেই তড়িঘড়ি নাম মুছে ফেলেছে বিজেপি। ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদিও বা বিজেপির দাবি, বিজেপির তরফে এই ধরনের দেওয়াল লিখনের কাজ করা হয়নি। তৃণমূলই বিজেপির ভাবমূর্তি নষ্ট করতেই এই ধরনের কাজ করেছে। পালটা তৃণমূল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব -এর জেরেই এই ঘটনা বলে দাবি করেছে। যদিও এই ঘটনায় ক্যামেরার সামনে কিছু বলতে চাননি বিজেপির রাজ্য কমিটির সদস্য নীলাঞ্জন রায়।