October 30, 2024

 কিছুদিনের জন্য বাহন হুইল চেয়ার , হাসপাতাল থেকে ছাড়া পেলেন মমতা

1 min read

 কিছুদিনের জন্য বাহন হুইল চেয়ার , হাসপাতাল থেকে ছাড়া পেলেন মমতা

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। বের হওয়ার সময় দেখা গেল হুইলচেয়ারে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী।এদিন মুখ্যমন্ত্রী হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগে এসএসকেএম হাসপাতালের চিকিত্‍সকরা জানান, তাঁর গোড়ালির ব্যথা অনেকটাই কমেছে।তবে হাসপাতাল সূত্র জানাচ্ছে, বাড়ি ফিরলেও এখনই সক্রিয় ভাবে রাজনৈতিক কার্যকলাপ শুরু করতে পারবেন না তিনি। আগামী কয়েক দিন বাড়িতে থেকেই চিকিত্‍সা করাতে হবে তাঁকে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সে ক্ষেত্রে শনিবার নয় সোমবার থেকে রাজনৈতিক কর্মসূচি শুরু করতে পারেন মমতা।

শুক্রবার নতুন করে তাঁর পায়ে প্লাস্টার করা হয়েছে। চিকিত্‍সকরা তাঁকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু হাসপাতালে থাকতে চাননি মমতা। বারবার তিনি অনুরোধ করায় ছুটি দেওয়া হয়েছে তাঁকে। যদিও ৭ দিন পরে ফের তাঁকে চেক আপের জন্য আসতে হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সব নিয়ম মেনেই চলাফেরা করবেন তিনি।জানা গিয়েছে, প্লাস্টার থাকা অবস্থায় চটি নয়, বরং বিশেষ জুতো পরে হাঁটাচলা করবেন মুখ্যমন্ত্রী। সেই জুতো পরেই হাসপাতাল থেকে বের হন তিনি।বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতালের বিছানা থেকে এক ভিডিয়ো বার্তায় জানিয়েছিলেন, দ্রুত রাজনৈতিক কাজে ফিরতে চান তিনি। প্রয়োজনে হুইলচেয়ার ব্যবহার করবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *