October 30, 2024

বিজেপির প্রাক্তন যুব মোর্চার সভাপতিকে আক্রমনের প্রতিবাদে কালিয়াগঞ্জে পথ অবরোধ ও বিক্ষোভ

1 min read

বিজেপির প্রাক্তন যুব মোর্চার সভাপতিকে আক্রমনের প্রতিবাদে কালিয়াগঞ্জে পথ অবরোধ ও বিক্ষোভ

তপন চক্রবর্তী-কালিয়াগঞ্জ১২মার্চ: রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির যুব নেতা ভক্ত কুমার রায়কে মারধর করার অভিযোগে জেলার কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড়ে শুক্রবার বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে পথ অবরোধ ও বিক্ষোভ দেখানো হয়। গভীর রাতে আহত ভক্ত কুমার রায়কে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাঁর মাথায় গভীর আঘাত রয়েছে বলে জানা গেছে। এদিকে দলীয় নেতার উপর হামলার ঘটনার প্রতিবাদে শুক্রবার জেলাজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে বিজেপির উত্তর দিনাজপুর জেলা যুব মোর্চা।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য ভক্ত কুমার জানান, আমার উপরে এর আগেও স্থানীয় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। বাড়িতে বোমা পিস্তল রেখে ফাঁসানোর চেষ্টা করেছে। এদিনও রাতে কুকুরদের খাওয়ানোর জন্য বাড়ি থেকে বেরোলে বেশ কয়েকজন তৃণমূল দুষ্কৃতী বেধরক মারধর করে।অভিযোগ অস্বীকার করেছে যুব তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি সানকিং দাস। তাঁর দাবি এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস কোনও ভাবেই জড়িত নন।এদিকে হামলার ঘটনার প্রতিবাদে শুক্রবার জেলাজুড়ে পথ অবরোধ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জেলা যুব মোর্চা।উত্তর দিনাজপুর জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি গৌতম বিশ্বাস বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি পুলিশ ভক্ত রায়ের উপর হামলা সংগঠিত করেছে যে সমস্ত তৃণমূলের দুস্কৃতি দের গ্রেপ্তার করা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা।কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড়ে এই পথ অবরোধ ও বিক্ষোভে ব্যাপক অংশের যুব।মোর্চার সদস্যরা অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *