নাগর নদীতে জলে ডুবে মৃত্যু,শিব মন্দিরে পূজা দেওয়া হল না কালু হাঁজরার।
1 min readনাগর নদীতে জলে ডুবে মৃত্যু,শিব মন্দিরে পূজা দেওয়া হল না কালু হাঁজরার।
প্রদীপ সিনহা করণদিঘি শিবের মাথায় জল ঢালার আগে নাগর নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল কালু।এই ঘটনায় এলাকায় শিব মন্দিরে পূজা দেওয়া হল না কালু হাঁজরা নামে এক বালকের।শিবের মাথায় জল ঢালার আগে নাগর নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল।বির্পযয় মোকাবিলা দল এসে তার নিথর দেহ উদ্ধার করে।এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।জানা গেছে, উত্তরদিনাজপুর জেলার কিরনদিঘি থানার টুঙ্গিদিঘির বাসিন্দা ভীম হাঁজরা
তার স্ত্রী এবং নাতি কালু হাঁজরা সঙ্গে নিয়ে করনদিঘি থানার নাগর নদীতে স্নান করতে আসেন।তিনজন একসঙ্গে জলে নামলেও কালু জল থেকে না ওঠায় তাদের সন্দেহ হয়।চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধারে নেমে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ এবং করনদিঘি থানার পুলিশ। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দল।বিপর্যয় মোকাবিলা দল তল্লাশীতে নেমে কালুর নিথর দেহ উদ্ধার করে।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চাঞ্চল্যের সৃষ্টি হয়।