উত্তর দিনাজপুর জেলার দাগি অপরাধীদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কঠোর সিধান্ত, করা হচ্ছে ভোটাধিকার থেকে বঞ্চিত
1 min readউত্তর দিনাজপুর জেলার দাগি অপরাধীদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কঠোর সিধান্ত, করা হচ্ছে ভোটাধিকার থেকে বঞ্চিত
রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু রাখতে করা ভূমিকা নিয়েছে নির্বাচন কমিশন। এই কারণে দাগি অপরাধীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ। একাধিকবার সমন জারির পরেও আদালতে গরহাজির থাকায় এবার পলাতক দাগি আসামিদের নাম ভোটার তালিকা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ বিষয়ে জেলা নির্বাচন কমিশন আধিকারিকের কাছে বিস্তারিত রিপোর্ট পেশ করেছে জেলা পুলিশ প্রশাসন। প্রশাসন সূত্রে খবর বিগত বছরগুলোতে আদালতে জারি করা সমনের পরেও যারা এখনো পলাতক তাদের বিরুদ্ধে
আদালত জারি করা ওয়ারেন্ট অফ আরে স্ট্যান্ড প্রক্লামেশন অ্যাটাচমেন্ট-এর তালিকা তৈরি করে জেলা পুলিশ প্রশাসন জেলা নির্বাচনী আধিকারিক এর কাছে দেওয়া হয়েছে। এ পর্যন্ত রায়গঞ্জ পুলিস জেলায় প্রায় সাড়ে ছয়শ জন আসামি পলাতক বলে জানা গিয়েছে। রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন,গত চার মাসে প্রায় সাড়ে তিন হাজার আসামি কে গ্রেফতার করা হয়েছে। আর এর মধ্যে ডাবলু পিয়ে র তালিকাভুক্ত এখনো পর্যন্ত 41জন অভিযুক্ত র নাম রীতি মেনে ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে।এর ফলে অবাদ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হবে।আইনজীবী মহলের দাবি এই ব্যাবস্থা অন্য সময় ও বহাল থাকলেও নির্বাচন কমিশন শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকেন। বিভিন্ন অপরাধে অভিযুক্ত আসামিরা যাতে নির্বাচনে র সময় গন্ডগোল বা ঝামেলা পাকাতে না পারে সে কারনেই কমিশন এ ব্যাপারে বিষয়টি গুরুত্ব দিয়ে থাকে বলে দাবি আইনজীবিদের।