অনন্য থিয়েটারের নুতন প্রযোজনা ” অন্তর বাহির @ লকডাউন”
1 min readঅনন্য থিয়েটারের নুতন প্রযোজনা ” অন্তর বাহির @ লকডাউন”
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ১২,মার্চ: করোনা ভাইরাসের প্রকোপে বিশ্ব জুড়ে জীবন যাপনে,অর্থনৈতিক ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে সর্বপরি সমাজ অচল হয়ে থেকেছে দীর্ঘদিন স্বাভাবিক হয়নি আজও।এই বিশেষ সময়ের জীবন যন্ত্রণার গল্প উঠে এসেছে কালিয়াগঞ্জ অনন্য থিয়েটারের নতুন প্রযোজনা -অন্তর বাহির @ লকডাউন নাটকে। গৃহবন্দী এক মানুষের গল্প যা
আমাদের সকলেরই পরিচিত,কিন্তু এই প্রযোজনায় উঠে অনেক গুলো প্রশ্ন যা আমাদের ভাবিয়ে তোলে। ভাইরাস ঘটিত রোগের কারণে মানুষের এই দুর্ভোগ কি মানুষ সৃষ্ট? নাকি বিশ্ব পরিচালক শক্তির কোন কৌশল? আবার এই প্রশ্ন উঠে আসে প্রকৃতির কোন লীলা খেলা? নাটকে সংলাপে উঠে আসে এ এক প্রকৃতির প্রতিশোধ। তাই কি? অত্যন্ত সহজ সরল উপস্থাপনার মধ্যে দিয়ে শুধু সংলাপে জোরে এগিয়ে চলে নাটকের প্রতিটি মুহূর্ত। পার্থ দাশগুপ্তের নাট্য রচনায় কাব্যময়তা উপভোগ্য হয়ে ওঠে। নির্দেশক প্রদীপ কুন্ডুর দৃশ্য নির্মাণ যথেষ্ট ভালো। আলোক পরিকল্পনায় কমল বসাক, আবহ পরিকল্পনা নির্দেশক স্বয়ং, আবহ প্রক্ষেপনে সবুজ বসাক, কোরিওগ্রাফি জয়ন্তী পাল সাহা। অভিনয়ে সবুজ রায়, মৌসুমি কর্মকার,জয়ন্তী পাল সাহা, অঙ্কিতা দাস, গৌরাঙ্গ পাল, সনোজ তলাপাত্র, অনিকেত দাস,বিক্রম পাল। সামগ্রিক অভিনয় সম্পর্কে এটা বলবো আরো মহরার প্রয়োজন আছে। আরো মহড়ায় এই প্রযোজনা অনেক বেশি উপভোগ্য উঠবে।