শিবচতুর্দশীতে কালিয়াগঞ্জ মা বয়রার মন্দির সহ বিভিন্ন মন্দিরে পূর্নার্থী মহিলাদের ব্যাপক ভিড়
1 min readশিবচতুর্দশীতে কালিয়াগঞ্জ মা বয়রার মন্দির সহ বিভিন্ন মন্দিরে পূর্নার্থী মহিলাদের ব্যাপক ভিড়
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১১ মার্চ:বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মা বয়রা মন্দির প্রাঙ্গনে জাকজমকপূর্ণভাবে হাজার হাজার মহিলা পূর্নার্থীরা শিবচতুর্দশী পালন করে।মহা শিবরাত্রি উপলক্ষে কালিয়াগঞ্জ মা বয়রা কালি মন্দিরকে সুন্দর ভাবে সাজিয়ে তোলা হয়।বৃহস্পতিবার দুপুর থেকে মা বয়রা মন্দির প্রাঙ্গনে কয়েক হাজার পূর্নার্থীদের সমাগমে মহামিলনের উৎসবে পরিণত হয়ে উঠে।
কালিয়াগঞ্জ মা বয়রা কালি মন্দির কমিটির যুগ্ম।সম্পাদক বিদ্যুৎ বিকাশ ভদ্র বলেন দেবাদীদেব বাবা মহাদেবের পূজার পরে বিকেলে কয়েক হাজার ভক্তপ্রাণা মহিলাদের মধ্যে বাবার প্রসাদ বিতরণ করা হয়।কালিয়াগঞ্জের মা বয়রা মন্দির ছাড়াও ডাকবাংলো রোডের জেলা পরিষদের জমিতে নুতন করে গড়ে ওঠা শিব মন্দিরে জাকজমকভাবে পূজা করা ছাড়াও শহরের মহেন্দ্রগঞ্জ নাট মন্দির সুকান্ত মোড় ,গুদরিবাজার,হাসপাতাল চত্বরের মন্দিরে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শিবচতুর্দশী পালন করা হয়।