মনের মাধুরী দিয়ে অবসর সময়ে তৃণমূল দলের জোড়া ফুল সহ প্রার্থী তপন দেবসিং হের প্রচারে দেওয়াল লিখনে ব্যস্ত তৃণমূল নেতা ঈশ্বর রজক
1 min readমনের মাধুরী দিয়ে অবসর সময়ে তৃণমূল দলের জোড়া ফুল সহ প্রার্থী তপন দেবসিং হের প্রচারে দেওয়াল লিখনে ব্যস্ত তৃণমূল নেতা ঈশ্বর রজক
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১২ মার্চ: ভোটের আর দেরী নেই।সর্বত্রই চলছে ভোট উৎসবের কাজকর্ম।তাই সময় নষ্ট না করে তৃণমূল নেতা ঈশ্বর রজক ,১৩ নম্বর ওয়ার্ডে বাড়ীর পার্শ্বস্ত দেওয়ালে মনের মাধুরী মিশিয়ে অত্যন্ত সন্তর্পনে
কালিয়াগঞ্জ ৩৪ নম্বর তফসিলি আসনের তৃণমূল দলের প্রার্থী বিদায়ী বিধায়ক তপন দেব সিংহের সমর্থনে দেওয়াল লিখতে ব্যাস্ত হয়ে পড়েছেন।ঈশ্বর বাবু বলেন দল যখন করি তখন কিছু কিছু কাজ করতেই হবে।
তাই দেওয়াল লিখনের কাজে নেমে পড়েছি।আমার দৃঢ় বিশ্বাস আমরাই রাজ্যে আসছি এবং কালিয়াগঞ্জে আমাদের প্রার্থী তপন দেব সিংহের জয় সময়ের অপেক্ষা মাত্র।