October 30, 2024

কালিয়াগঞ্জে মা বয়রা কালীর পূজিত ফুল মুখ্যমন্ত্রীর চরণে পড়ায় তীব্র নিন্দা সোশ্যাল মিডিয়া জুড়ে।

1 min read

কালিয়াগঞ্জে মা বয়রা কালীর পূজিত ফুল মুখ্যমন্ত্রীর চরণে পড়ায় তীব্র নিন্দা সোশ্যাল মিডিয়া জুড়ে।

তনময় চক্রবর্তী নন্দীগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর হামলা নাকি নিছকই দুর্ঘটনা ?  এটা তদন্ত সাপেক্ষ। কিন্তু যাই হোক না কেন সেই মমতা ব্যানার্জির দ্রুত আরোগ্য কামনা করে রাজ্যজুড়ে শুরু হয়েছে একদিকে যেমন তৃণমূল কর্মীদের বিক্ষোভ মিছিল । তেমনি রাজ্যের বিভিন্ন কোনায় কোনায় বিভিন্ন দেবদেবীর মন্দিরে গিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে পুজো দিচ্ছেন গতকাল থেকে। কিন্তু ব্যতিক্রমী চিত্র ধরা পড়ল শিবচতুর্দশীর দিন কালিয়াগঞ্জের  বয়রা কালী মন্দিরে। যেখানে দেখা গেল তৃণমূলের এক কর্মী শুভ্র প্রতিম রায় তাদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি দ্রুত আরোগ্য কামনা করে যখন মা বয়রা কালী বাড়িতে পুজো দিতে এসেছিলেন মমতা ব্যানার্জির একটি ছবি সাথে নিয়ে তখন দেখা যায় মা বয়রা কালী বাড়ির পুরোহিত মা বয়রার পুজো করার পর মায়ের পূজিত সেই জবা ফুল রাজ্যের মুখ্যমন্ত্রীর চরণে সমর্পণ করলেন। আর এতেই সমালোচনার ঝড় বইতে থাকে সোশ্যাল মিডিয়া জুড়ে। সেই ছবি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে ফেসবুক জুড়ে। আর নিন্দার ঝড় বইতে শুরু হয়েছে চারিদিকে।অনেককে বলতে দেখা গেল  ফেসবুকে,  মা বয়রার পূজিত জবা ফুল কি করে পুরোহিত মশাই মুখ্যমন্ত্রীর পায়ে  দিতে পারল। ফেসবুকে কুন্দন চৌধুরী  ফেসবুকে সেই ছবিতে কমেন্ট করে লেখেন, মায়ের ফুল মাথায় আর বুকে ছোঁয়াতে দেখেছি সবাইকে। কিন্তু এখানে দেখা গেল মায়ের চরণ এর জবাফুল স্থান পেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরণে।

 

তিনি এই ঘটনায় তীব্র নিন্দা করে ধিক্কার জানিয়ে বলেন মা যদি জাগ্রত হন এর প্রতিকার তিনি অবশ্যই করবেন এই পাপ মনস্কো দের যথাযথ শাস্তি দিবেন । রাহুল ঘোষ জানান, ব্যক্তি পদলেহনের মত্ততায় হিন্দু ভাবাবেগে এবং ঈশ্বরের চূড়ান্ত অপমান হয়েছে এখানে। মা বয়রা কালী মাতা কে এখানে সরাসরি অপমান করা হয়েছে। রাহুল বাবু এই জঘন্য কাজের জন্য ধিক্কার জানান।

অন্যদিকে অশোক রায় ফেসবুকে কমেন্ট করে লেখেন, এটা কিছুই না। জাস্ট কোন একটা প্রতিশ্রুতি আশা। তিনি বলেন লোভে পাপ পাপে,,,,,,,। রিন্টু দেবনাথ লিখেছেন ফটো হাতে একটা পাগলের সাথে পুরোহিতও পাগল হয়ে গিয়েছে দেখছি। দীপঙ্কর বোস লিখেছেন মায়ের ফুল মাথায়  ছোঁয়ায়, কিন্তু   এনারা পায়ে স্পর্শ করছে এমন মানসিকতার লোক এরা। অন্যদিকে বাবু বাবু নামে এক ব্যক্তি কমেন্ট করে বলেন, মনে হয় ভগবানের থেকেও উপরে পিসি।

তিনি বলেন এই জঘন্য কাজের জন্য প্রতিবাদ করা উচিত জনগণের। তিনি বলেন এই নিকৃষ্টতম কাজের জন্য এবং হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য সকলকে ধিক্কার জানানো উচিত। অন্যদিকে কালিয়াগঞ্জ এর বিজেপি  এই ঘটনার তীব্র প্রতিবাদ করে ফেসবুকে লেখেন যারা কালিয়াগঞ্জ এর মা বয়রা কালী কে চরম অপমান করল তাদের উপযুক্ত শাস্তি হোক।

অনেকে আবার বলেন গতকালের এই ঘটনা সভ্য সমাজে এক বিরল ঘটনা। যারা এই ধরনের কাজ করলো তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। ফেসবুকে গতকালের ঘটনা যেভাবে নিন্দার ঝড় বইছে চারিদিকে সেই নিন্দা করে বর্তমানের কথা ও।

বর্তমানে কথা দাবি করে এই ধরনের ঘটনা কখনোই সভ্য সমাজে আশা করা যায় না।তবে যাই হোক না কেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দ্রুত সুস্থ হয়ে উঠে আবারো প্রচারে ফিরে আসুক এই কামনা করে বর্তমানে কথা । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *