October 30, 2024

আয় কমেছে আগের থেকে মমতার সম্পত্তির ? 

1 min read

আয় কমেছে আগের থেকে মমতার সম্পত্তির ? 

নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে বুধবার মনোনয়ন পেশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মনোনয়নের পাশাপাশি নির্বাচন কমিশনের নিয়ম মেনে মমতা হলফনামা দিয়ে জানিয়ে দিয়েছেন তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমান। যেখানে দেখা গিয়েছে গত কয়েক বছরের তুলনায় মমতার আয় এবারে কমেছে অনেকটাই। যা অত্যন্ত তাত্‍পর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। মমতা নির্বাচনী যে হলফনামা পেশ করেছেন তাতে দেখা গিয়েছে, গত ২০১৯-২০ আর্থিক বছরে মমতার বার্ষিক আয় ছিলো ১০ লক্ষ ৩৪ হাজার ৩৭০ টাকা।আর আগে ২০১৮-১৯ আর্থিক বছরে মমতার সেই আয় ছিলো ২০ লক্ষ ৭১ হাজার ১০ টাকা।

 মমতার দেওয়া পরিসংখ্যান মতে, এই .২০১৮-১৯ আর্থিক বছরেই মমতা সবথেকে বেশী আয় করেছিলেন। অন্যদিকে, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে মমতার সম্পত্তির পরিমাণ ছিলো ৩০,৭৫ লক্ষ টাকা। কিন্ত ২০২১ সালে এসে সেই সম্পত্তির পরিমাণ কমে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৭২ হাজার ৩৫২ টাকা ৭১ পয়সা। মূলত বাংলায় দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর কমেছে মমতার সম্পত্তির পরিমাণ। মমতা হলফনামায় জানিয়েছেন, তাঁর নামে কোনও ব্যক্তিগত গাড়ি নেই। নেই চাষের কিংবা বানিজ্যিক কাজে ব্যাবহার উপযোগী কোনও জমি।

এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় পৈতৃক সূত্রেও তিনি কোনও সম্পত্তি পাননি বলে জানিয়েছেন। ব্যাঙ্ক কিংবা অন্য কোনও আর্থিক প্রতিষ্ঠান থেকে মমতার উপর কোনও ঋণের বোঝা নেই। হাতে নগদ টাকা বলতে রয়েছে মাত্র ৬৯ হজারা ২৫৫ টাকা। এছাড়া ব্যাঙ্কে মমতার রয়েছে ১৩,৫৩ লক্ষ টাকা। উল্লেখ্য, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে মমতার ব্যাঙ্কে ছিলো ২৭,৬১ লক্ষ টাকা। যা এবারে এসে একধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। মমতা তাঁর গয়না সংক্রান্ত হলফনামায় জানিয়েছেন, তারকাছে ৯ গ্রাম ৭৫০ মিলিগ্রামের মতো অলঙ্কার রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৪৩ হাজার ৮৩৭ টাকা। অস্থাবর সম্পত্তির মধ্যে এই গয়নাই তাঁর একমাত্র সম্বল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *