তৃণমূলকে কড়া চিঠি কমিশনের, সব অভিযোগ খারিজ
1 min readতৃণমূলকে কড়া চিঠি কমিশনের, সব অভিযোগ খারিজ
মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েই গুরুতর প্রশ্ন তুলেছিল তৃণমূল। এবার তৃণমূল নেতৃত্বকে পাল্টা কড়া চিঠি দিয়ে সেই সমস্ত অভিযোগ খারিজ করে দিল কমিশন। সূত্রের খবর, তৃণমূলের অভিযোগ কমিশনের মূল ভিত্তি নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে বলেও চিঠিতে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।তৃণমূল নেতৃত্বের মূল অভিযোগ ছিল, বুধবার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর প্রচারে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা ছিল না। আরও প্রশ্ন তোলা হয়, রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা, পুলিশের ডিজি-কে বদলের পরেও কেন এমন ঘটনা ঘটল?এ দিন রাতেই কমিশনের তরফে তৃণমূলকে চিঠি পাঠানো হয়। তিন পাতার চিঠিতে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা দুর্ভাগ্যজনক এবং অপ্রত্যাশিত। এই ঘটনার তদন্তও হচ্ছে। তদন্তের রিপোর্ট অনুযায়ী ব্য়বস্থাও নেওয়া হবে। তবে এর সঙ্গে তৃণমূলের করা অভিযোগের কোনও যোগ নেই।
কারণ রাজ্য পুলিশের ডিজি-কে হঠাত্ বদল করা হয়নি। রাজ্যে যে দু’ জন পুলিশ পর্যবেক্ষককে পাঠানো হয়েছে, তাঁদের রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।পাশাপাশি কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সংবিধানের ৩২৪ ধারা অনুযায়ী, কমিশন লোকসভা বা বিধানসভা নির্বাচনের সঙ্গে যুক্ত গোটা প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে থাকে। কিন্তু রাজ্যের দৈনিক আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখার দায়িত্ব তাদের নয়। ফলে এ নিয়ে কোনও রাজনৈতিক দল অভিযোগ তুললে তা কমিশনের বিবেচনা করাই উচিত নয়।
যেভাবে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে যে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের নির্দেশে কমিশন কাজ করছে, তাও কমিশনের পক্ষে অবমাননাকর বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। তৃণমূলের আনা অভিযোগ যে কমিশন মোটেই ভাল ভাবে নেয়নি, তাও এই চিঠির মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে।কমিশনের বিরুদ্ধে সরব হয়ে এ দিন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, নির্বাচন কমিশন দায়িত্ব পাওয়ার পর প্রথমে এডিজি, তার পর ডিজি-কে বদল করল। সামগ্রিক ভাবে পুলিশের থেকেও বুধবারের ঘটনার দায় কমিশনের। পর পর দুটো বদল করে সমস্ত প্রশাসনকে রাষ্ট্রীয় প্রশাসন করার যে চেষ্টা চলছে, তা এই ঘটনায় প্রমাণিত হয়েছে। কমিশনের নিরপেক্ষতা নিয়েও কার্যত প্রশ্ন তোলেন পার্থ চট্টোপাধ্যায়।কমিশনের এই চিঠি ঔদ্ধত্য়পূর্ণ বলে পাল্টা অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর দাবি, এই ধরনের বিবৃতি দিয়ে কমিশন নিজেদের দায়িত্ব এড়াতে চাইছে।এ দিনই রাজ্য সিইও দফতরে গিয়ে বুধবারের ঘটনা নিয়ে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।