নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর আহত হবার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল সমর্থকদের ধিক্কার মিছিল
1 min readনন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর আহত হবার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল সমর্থকদের ধিক্কার মিছিল
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১১মার্চ:বুধবার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর দুর্ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ শহরে তৃণমূলের একটি ধিক্কার ও প্রতিবাদ মিছিল বের হয়।প্রতিবাদ ও ধিক্কার মিছিলের পুরোভাগে ছিলেন কালিয়াগঞ্জের বিদায়ী বিধায়ক তপন দেবসিংহ, তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ, তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্য দধি মোহন দেব শর্মা,
পৌর প্রসাশক শচীন সিংহ রায়,ঈশ্বর রজক ,কমল ঘোষ সহ অনেকেই। শহরের অনেককেই বলতে শোনা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী নিজে যেখানে রাজ্য ব্যাপী সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সকলকে সচেতন করবার জন্য কোটি কোটি টাকা খরচ করেন সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজের সেফটির দিকে গুরুত্ব না দিয়ে ভীড়ে ঠাসা মানুষদের মধ্যে কিভাবে গাড়ির দরজা খুলে রেখেছিলেন?
এই ঘটনা কোন ভাবেই একজন ভি ভি আই পি মুখ্যমন্ত্রীর গাড়ি থেকে কেও আশা করতে পারেনা বলে জনসাধারণের অভিমত। তৃণমূলের ধিক্কার মিছিলটি কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে বের হয়ে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।মিছিলে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত।