কালিয়াগঞ্জ বিধান সভা এলাকায় নুতন ভোটারদের ভোট সম্পর্কে সচেতন করতে প্রশিক্ষণ
1 min readকালিয়াগঞ্জ বিধান সভা এলাকায় নুতন ভোটারদের ভোট সম্পর্কে সচেতন করতে প্রশিক্ষণ
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১০ মার্চ:আগামী ২২ শে এপ্রিল উত্তর দিনাজপুর জেলায় নটি বিধানসভা কেন্দ্রে ভোট। আর এবার সেই ভোটকে আকর্ষণীয় করে তুলতে বেশকিছু অভিনব কৌশল নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। সেই নিরিখে জেলা নির্বাচনী দপ্তর এর মাধ্যমে জেলার প্রতিটি বিধানসভা এলাকায় নতুন ভোটারদের সচেতন করতে শুরু হয়েছে অভিনব এক প্রশিক্ষণ শিবির নতুন ভোটারদের নিয়ে।
এমনই এক প্রশিক্ষণ শিবির হয়ে গেল জেলার কালিয়াগঞ্জ ব্লকে। যেখানে উপস্থিত ছিলেন জেলার নির্বাচনী দপ্তরের আধিকারিক অতনু কুমার মন্ডল, সুমন তামাং, কালিয়াগঞ্জ ব্লকের বিডিও প্রসূন কুমার ধারা, জয়েন্ট বিডিও ডোমিত লেপচা। এই প্রশিক্ষণ শিবির এর মাধ্যমে এদিন প্রায় ৪১ জন নতুন ভোটার তারা হাতে কলমে শিখে নেন যেমন তাদের ভোট দেওয়ার পদ্ধতি তেমনি তারা বুঝে নেন ভারতের নির্বাচন কমিশনের তরফ এ ঘোষিত নানান ধরনের নিয়মাবলী।বুধবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ধরনের বিশেষ প্রশিক্ষণ পেয়ে খুশি নতুন ভোটাররা। উল্লখ্য এবার বিধানসভা নির্বাচনে উত্তর দিনাজপুর জেলায় নতুন ভোটার হয়েছে ৫০ হাজার ৬৪৭জন।