October 30, 2024

চোপড়া ব্লক কংগ্রেসের সভাপতি দাপুটে নেতা অশোক রায় সহ বিভিন্ন নেতাকর্মীর আজ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন

1 min read

চোপড়া ব্লক কংগ্রেসের সভাপতি দাপুটে নেতা অশোক রায় সহ বিভিন্ন নেতাকর্মীর আজ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন

দেবব্রত চক্রবর্তী  চোপড়া ব্লক কংগ্রেসের সভাপতি দাপুটে নেতা অশোক রায় সহ বিভিন্ন নেতাকর্মীর আজ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ।এই যোগদানের ফলে চোপড়া ব্লকে কংগ্রেস প্রায় হোয়াইটওয়াশ হয়ে গেল বলে ধারণা সদ্য কংগ্রেসে থেকে ছেড়ে যাওয়া বিজেপিতে যোগদান কারী অশোক রায় এর। আজ প্রকাশ ও সমাবেশের মাধ্যমে চোপড়ার লক্ষীপুর বাজার এলাকায় একটি জনসভা করে সদ্য বিজেপিতে যোগ দেওয়া অশোক রায় ।

উপস্থিত ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলার সহ-সভাপতি সুরজিৎ শেন নিমাই কবিরাজ সহ সভাপতি শাহীন আক্তার মাইনোরিটি রাজ্যের সহ-সম্পাদ জেলা ও ব্লক মন্ডল নেতৃত্ব আজ এই সভায় উপস্থিত ছিলেন। অশোকবাবু বলেন দীর্ঘদিন ধরে এই লক্ষ্মীপুরসহ চোপড়ায় তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে এসেছেন কিন্তু কংগ্রেস দল তাদের সঙ্গে বেইমানি করেছে ।

তারা সিপিএমকে এই টিকিট টা দিয়েছে । হাফিজুর রহমানের সঙ্গে লড়াই করতে গেলে শক্তভাবে লড়াই করতে হবে এবং বর্তমান রাজ্যে একটি পরিবর্তনের হাওয়া চলছে যার জন্যই এই সিদ্ধান্ত ।যার জন্য তারা আজ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ।অপরদিকে তৃণমূল নেতা হামিদুর রহমান জানান এই যোগদানের কোন প্রভাব চোপড়া আসন্ন বিধানসভা ভোটে পরবেনা ।তিনি এও বলেন অশোকের সঙ্গে 2 থেকে 3 হাজার লোক যোগদান করেনি এটি ভিত্তিহীন। এর আগেও তিনি নির্দল প্রার্থী হয়ে আমার বিরুদ্ধে লড়াই করেছেন জামানত বাজেয়াপ্ত হয়েছে এবারও জামানত বাজেয়াপ্ত হবে।

 

7 thoughts on “চোপড়া ব্লক কংগ্রেসের সভাপতি দাপুটে নেতা অশোক রায় সহ বিভিন্ন নেতাকর্মীর আজ কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন

  1. Saint Joseph Catholic Parish School is a pre-k through 8th grade school focused on whole child education in a Christ-centered environment priligy review youtube The overall rates of discontinuation because of an adverse event AE in the placebo-controlled trial were 9 for tadalafil tablets 40 mg and 15 for placebo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *