October 30, 2024

প্রার্থী এখনো অজানা,তবু কালিয়াগঞ্জে ভোটের প্রচারে জোর তৎপরতা বিজেপির

1 min read

প্রার্থী এখনো অজানা,তবু কালিয়াগঞ্জে ভোটের প্রচারে জোর তৎপরতা বিজেপির

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১০,মার্চ:কালিয়াগঞ্জ বিধানসভা আসনে বিজেপির কে প্রার্থী হবেন তা সবার কাছেই এখনো অজানা।কিন্তু তাতে কি আসে যায়।প্রার্থী তো ঘোষণা হবেই।তাই নির্বাচনী প্রচারে বিজেপি কোনভাবেই পিছিয়ে থাকতে রাজি নয়।তাই বিজেপির কথায় হাম কিসিসে কম নেহি বললেন কালিয়াগঞ্জের বিজেপির ডাকাবুকো নেতা রানা প্রতাপ ঘোষ।ইতিমধ্যেই।কালিয়াগঞ্জ পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনী প্রচারে একটা জায়গায় পৌঁছেছে কালিয়াগঞ্জের বিজেপির নেতৃত্ব থেকে সমর্থকেরা।

কালিয়াগঞ্জের বিজেপির শহর মন্ডল কমিটির সভাপতি ভবানী চরণ সিংহ বলেনতারা একদিকে যেমন শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন ভাবে সকাল থেকে রাত পর্যন্ত তেমনি কালিয়াগঞ্জের আটটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় দাঁতে দাঁত চেপে দেওয়াল লিখন থেকে কর্মী বৈঠক এবং বাড়ি বাড়ি গিয়ে কেন এবারের বিধান সভা আসনে বিজেপি প্রার্থীকে জয় যুক্ত করবেন তা বুঝিয়ে চলেছেন।কালিয়াগঞ্জ শহর মন্ডল কমিটির সভাপতি ভবানী চরণ সিংহ বলেন বিজেপির প্রার্থী তাদের দলের পক্ষ থেকে এখনো ঘোষণা করা হয়নি।তবে আমরা আমাদের প্রার্থী ঘোষণার পূর্বেই নির্বাচনী প্রচার অভিযান শুরু করে দিয়েছেন।বর্তমান তৃণমূল সরকারের আমলে সাধারণ নাগরিকদের প্রতিটি ক্ষেত্রে এই সরকারের পরিষেবা পেতে গেলে টাকা দিতে হয়,টাকা ছাড়া কোন বেকাররা চাকরির সুযোগ পায়না,সাধারণ মানুষদের এসবের হাত থেকে মুক্তি পেতে বিজেপিকে ভোট দিয়ে এবার প্ৰকৃত সাধারণ মানুষদের সরকার গড়ার জন্য তাদের সহযোগিতা করবার আবেদন জানানো হচ্ছে,মানুষদের বোঝানোর কাজ চলছে বলে জানান।বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডলের সাধারণ সম্পাদক অমিত সাহা বলেন বিজেপি ২০১৯ শের লোকসভা নিরিখে কালিয়াগঞ্জ পৌরসভা এলাকায় শাসক দলের চেয়ে অনেক এগিয়ে বিজেপি।অমিত সাহা বলেন লোকসভা ভোটের নিরিখে আমরা এগিয়ে থাকলেও আমাদেরকে অনেক বেশি ভোটের ব্যবধানে আমাদের বিজেপির প্রার্থীকে জয়ী করতেই হবে।আমাদের কাছে এই বিধান সভা নির্বাচন অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ হিসেবে আমরা নিয়েছি।বিশ্বস্ত সূত্রের খবর কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী নির্বাচনের জন্য এই মুহূর্তে তিনটি নাম কালিয়াগঞ্জের সাধারণ মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে।যাদের মধ্যে শোনা যাচ্ছে বিজেপির উত্তর দিনাজপুর জেলার যুব মোর্চার সভাপতি গৌতম বিশ্বাস,বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি ভবানী চরণ সিংহ এবং সদ্য তৃণমূল দল থেকে বিজেপিতে আসা কালিয়াগঞ্জের উন্নয়নের কান্ডারী কালিয়াগঞ্জ পৌর সভার প্রাক্তন পৌরপিতা কার্তিক চন্দ্র পলের নাম শোনা যাচ্ছে।এখন কার ভাগ্যে ছিকা ছিঁড়বে তার জন্য দিন কয়েক অপেক্ষা করতে হবে।

6 thoughts on “প্রার্থী এখনো অজানা,তবু কালিয়াগঞ্জে ভোটের প্রচারে জোর তৎপরতা বিজেপির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *