কালিয়াগঞ্জ মঞ্চ ২১শের ২২৪ তম অধিবেশনের অনুষ্ঠানে পুস্তক প্রকাশ “কাস্ট, ক্লাস,স্ট্যাটাস ও প্রটেস্ট”-
1 min readকালিয়াগঞ্জ মঞ্চ ২১শের ২২৪ তম অধিবেশনের অনুষ্ঠানে পুস্তক প্রকাশ “কাস্ট, ক্লাস,স্ট্যাটাস ও প্রটেস্ট”-
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৯মার্চ:সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ হনুমান ভবনে কালিয়াগঞ্জ ২১শে মঞ্চের ২২৪ তম অধিবেশনের সাহিত্যের এক অনুষ্ঠানে কালিয়াগঞ্জ কলেজের অধ্যাপক বিপুল মন্ডলের সম্পাদনায় ইংরেজী ভাষায় গবেষণাধর্মী গ্রন্থ “কাস্ট, ক্লাস,স্ট্যাটাস এবং প্রটেস্ট নামক বইটির উদ্বোধন হয়।উদ্বোধন করেন কালিয়াগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা তথা বঙ্গরত্ন ডঃ মমতা কুন্ডু।এই গ্রন্থটিতে জাতি,শ্রেণী অবস্থান ও জাগরনের প্রেক্ষিতে প্রতিবাদী হবার ইতিহাস লিপিবব্ধ এক অমূল্য দলিল হয়ে থাকবে বলে মনে করা হচ্ছে।গ্রন্থটিতে বিভিন্ন সম্প্রদায় তথা জাতির পরিচয় গত সমস্যা,
আর্থিক সমস্যা,সমাজিক সমস্যা ও বিতর্ক নিরসনে প্রচেষ্টার ইতিহাস তুলে ধরার চেষ্টা করা হয়েছে।গ্রন্থটিতে বাছাই করা কিছু সম্প্রদায় ও শ্রেণীর কথা তুলে ধরেছেন গ্রন্থটির লেখক অধ্যাপক বিপুল মন্ডল।
এ ছাড়াও গ্রন্থটিতে অতিরিক্ত অংশ হিসাবে বিভিন্ন সম্প্রদায়ের পদবীর উৎস ও ঐতিহাসি তাৎপর্য অনুসন্ধানের প্রচেষ্টা করা হয়েছে।স্বাধীন ভারতবর্ষের সংবিধানে সবার সমান অধিকার ও সম্মানের কথা বলা হযেও ভারতবর্ষ বর্তমানে হয়ে উঠেছে জাতপাত নির্ভর,ভেদাভেদ,অস্পৃশ্যতা, হানাহানির পীঠস্থান।গ্রন্থটিতে সমাজের এইসব প্রতিবন্ধকতার কারন
ও তার নিরসনের উপায় অনুসন্ধান করার প্রচেষ্টা করা হয়েছে।গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে গ্রসন্থটির সমালোচক হিসাবে উপস্থিত থেকে সমালোচVনা করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ সৌরেন বন্দ্যোপাধ্যায়।উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুরেশ সারাফ।বক্তব্য রাখেন ২১শে মঞ্চের সম্পাদক দুলাল ভদ্র।