দুইদিনব্যাপী কালিয়াগঞ্জ বিচিত্রা নাট্য সংস্থার উদ্দ্যোগে “স্বর্গীয় দীপক পাল স্মৃতি নাট্য উৎসবের উদ্বোধন করলেন বিশিষ্ট যাত্রা শিল্পী রবীন্দ্র নাথ কুন্ডু
1 min readদুইদিনব্যাপী কালিয়াগঞ্জ বিচিত্রা নাট্য সংস্থার উদ্দ্যোগে “স্বর্গীয় দীপক পাল স্মৃতি নাট্য উৎসবের উদ্বোধন করলেন বিশিষ্ট যাত্রা শিল্পী রবীন্দ্র নাথ কুন্ডু
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৮,ফেব্রুয়ারী:রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে কালিয়াগঞ্জ বিচিত্রা নাট্য সংস্থার উদ্দ্যোগে ও ব্যবস্থাপনায় দুইদিন ব্যাপী স্বর্গীয় দীপক পাল স্মৃতি নাট্য উৎসবের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করে কালিয়াগঞ্জের বিশিষ্ট যাত্রা শিল্পী রবীন্দ্র নাথ কুন্ডু।তিনি স্বর্গীয় দীপক পালের প্রতিকৃতিতে মাল্য দান করে বলেন নাট্য শিল্পী দীপক পালের অভিনয় দীর্ঘদিন কালিয়াগঞ্জ তথা এই রাজ্যের বিভিন্ন স্থানের দর্শকদের মুগ্ধ করেছেন।নাট্য শিল্পী দীপক পাল আমাদের ছেড়ে চলে গেলেও
আমরা তাকে আমাদের হৃদ মাঝাড়ে চীর দিন ধরে রাখবো।তিনি বলেন কালিয়াগঞ্জের নাট্যজগতে তার অভাব আমাদের সবসময় মনকে নাড়া দেবে।কালিয়াগঞ্জ বিচিত্রা নাট্য সংস্থার সভাপতি রবীন্দ্র নাথ কুন্ডু বলেন
আমাদের সংস্থার কর্মকর্তা তথা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দীপক পালের প্ৰতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা এই নাট্য উৎসবের আয়োজন করেছি।নাট্য উৎসবের উদ্বোধনের পর শুরু হয় কালিয়াগঞ্জ বিচিত্রা নাট্য সংস্থার কলাকুশলীদের
দ্বারা অভিনীত বিশিষ্ট নাট্য পরিচালক ঋষি মুখার্জির নির্দেশনায় নাটক ” টুসু মনি”।সোমবার দ্বিতীয় দিন নাট্য উৎসবে প্রদর্শিত হবে মালদা মালঞ্চ নাট্য সংস্থার নিবেদন ও পরিমল ত্রিবেদীর সম্পাদনা ও নির্দেশনায় ” “এবং বিদ্যাসাগর”।