December 22, 2024

নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে তাই বঙ্গ ব্রিগেডের পাঠানো তালিকার সঙ্গে নিজের করানো সমীক্ষা রিপোর্ট মিলিয়ে নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

1 min read

নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে তাই বঙ্গ ব্রিগেডের পাঠানো তালিকার সঙ্গে নিজের করানো সমীক্ষা রিপোর্ট মিলিয়ে নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

 

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে যে নামগুলি ‘কমন’ থাকবে, সেগুলি নিয়ে তুল্যমূল্য আলোচনাও করবেন তিনি। এমনই জানা গিয়েছে কেন্দ্রীয় বিজেপি সূত্রে। শুধুই বঙ্গ বিজেপির পাঠানো তালিকার উপর ভরসা নয়। নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে তাই বঙ্গ ব্রিগেডের পাঠানো তালিকার সঙ্গে নিজের করানো সমীক্ষা রিপোর্ট মিলিয়ে নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবারই পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। তারপরেই বাংলায় দলের প্রার্থী তালিকা নিয়ে প্রস্তুতি শুরু করেছে গেরুয়া শিবির। জানা যাচ্ছে, ইতিমধ্যেই বিজেপির শ’খানেক সম্ভাব্য প্রার্থীর খসড়া তালিকা পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হবে মোট আট দফায়। সেই পর্যায় মেনেই ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি।

বরাবরের মতোই দলের প্রার্থী তালিকা প্রকাশিত হবে দিল্লি থেকে।পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট হবে আগামী ২৭ মার্চ। রাজ্যের মোট ৩০টি বিধানসভা কেন্দ্রে ওইদিন ভোট হবে। কেন্দ্রীয় বিজেপি সূত্রে খবর, রাজ্যের প্রথম দফার নির্বাচনের সম্ভাব্য দলীয় প্রার্থী তালিকায় বিজেপির চমকের সম্ভাবনা একেবারেই কম। প্রায় নেই বললেই চলে। উল্লেখ্য, এর আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন, এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকায় অনেক চমক থাকবে। তবে দলের অন্দরের খবর, রাজ্যের প্রথম দফার ভোটে এই সম্ভাবনা ক্ষীণ।আগামী ২৭ মার্চ পুরুলিয়া, বাঁকুড়া প্রথম ভাগ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর প্রথম ভাগ এবং ঝাড়গ্রামে ভোট হতে চলেছে। দলীয় সূত্রই জানাচ্ছে, রাজ্যের প্রথম দফার ভোটে যে প্রার্থী তালিকা তৈরি করতে চলেছে বিজেপি। এই পর্যায়ে জোর দেওয়া হতে পারে মূলত স্থানীয় নেতৃত্বের উপরই। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে এমন কিছু মানুষও প্রথম দফার ভোটে গেরুয়া শিবিরের প্রার্থী তালিকায় জায়গা করে নিতে পারেন। অর্থাৎ, এক্ষেত্রে খুব বেশি অরাজনৈতিক প্রার্থী দাঁড় করানোর সম্ভাবনা কম।বিজেপির এক শীর্ষ নেতা বলেন, ‘প্রথম দফায় যেসব কেন্দ্রে ভোট হচ্ছে, সেখানে খুব বেশি চমকের জায়গা নেই। সর্বত্র তো একই শল প্রয়োগ করা সম্ভব নয়। জিতে এলে এলাকাতে থেকেই সাধারণ মানুষের উন্নয়ন করবেন এমন প্রার্থীকেই প্রয়োজন এসব এলাকার জন্য। অর্থাৎ, যাঁদের এই এলাকাগুলির সঙ্গে বরাবরের সম্পর্ক আছে।’ এমনিতেই বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে বিজেপির এমপি রয়েছেন। রাজনৈতিক মহলের মতে, তাঁদের হাত দিয়ে গত দু’বছরে সংশ্লিষ্ট এলাকার কতটা উন্নয়ন হয়েছে, ভোটে তার প্রভাব পড়তেও বাধ্য। প্রার্থী তালিকা চূড়ান্ত করতে তাই সেই সমীকরণও খতিয়ে দেখছেন অমিত শাহ। এদিকে বিজেপি সূত্রে খবর, আগামী সপ্তাহের গোড়াতেই দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক হতে পারে। প্রথম তালিকাতেই থাকতে পারে নন্দীগ্রামের প্রার্থীর নাম। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকেই প্রার্থী করা হতে পারে। 

6 thoughts on “নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে তাই বঙ্গ ব্রিগেডের পাঠানো তালিকার সঙ্গে নিজের করানো সমীক্ষা রিপোর্ট মিলিয়ে নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *