October 23, 2024

উত্তর দিনাজপুর জেলার ভোটার তালিকায় ২০ লক্ষ ৪২ হাজার ৬২৬ জন,ভোট কর্মীদের এবার সরবরাহ করা হবে হাইজিন কীট

1 min read


এবার উত্তর দিনাজপুর জেলার ভোটার তালিকায়  ২০
লক্ষ
৪২
হাজার
৬২৬
জন
ভোটার
রয়েছে এর মধ্যে ১০ লক্ষ ৬২ হাজার ২৫৮ জন পুরুষ, লক্ষ ৮০ হাজার ২৭৭ জন মহিলা এবং ৮৯ জন তৃতীয় লিঙ্গের ভোটার আছে যদিও
মনোনয়ন
জমা
দেওয়ার
শেষদিন
পর্যন্ত
ভোটার
তালিকায়
নাম
তোলা
যাবে সেই হিসেবে ভোটারের সংখ্যা সামান্য কিছু বাড়তে পারে জেলা
প্রশাসন
এই
সংখ্যাকে
সামনে
রেখেই
লোকসভা
নির্বাচনের
সমস্তরকম
প্রস্তুতি
নিচ্ছে


 জেলার তথ্য সংস্কৃতি আধিকারিক রানা দেবদাস বলেন, ১৪ জানুয়ারি জেলার চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে জেলায় এবার মোট ভোটারের সংখ্যা ২০ লক্ষ ৪২ হাজার ৬২৪ জন জেলা
প্রশাসন
সূত্রে
জানা
গিয়েছে,
জেলার
চোপড়া
বিধানসভা
এলাকায়
লক্ষ
২৯
হাজার
১৫৬
জন
ভোটার
রয়েছে একইভাবে ইসলামপুর বিধানসভায় লক্ষ হাজার ৬২৬, গোয়ালপোখর বিধানসভায় লক্ষ ১৫ হাজার ২৬৭, চাকুলিয়ায় লক্ষ ২০ হাজার ৭২৭, করণদিঘিতে লক্ষ ৪৫ হাজার ৮১০, হেমতাবাদে লক্ষ ৫১ হাজার ৫০৪, কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায় লক্ষ ৬৮ হাজার ৭৭৫, রায়গঞ্জে লক্ষ ৮৯ হাজার ৯৫৯ এবং ইটাহারে লক্ষ ১৭ হাজার ৮০০ জন ভোটার রয়েছে জেলার
মধ্যে
সব
থেকে
বেশী
তৃতীয়
লিঙ্গের
ভোটার
আছেন
চাকুলিয়ায় সেখানে এখনও পর্যন্ত মোট ২৮ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন জেলা
প্রশাসন
সূত্রে
জানা
গিয়েছে,
উত্তর
দিনাজপুর
জেলার
টি
ব্লক
থাকলেও
রায়গঞ্জ
লোকসভা
আসনের
মধ্যে
পড়ে
মোট
সাতটি
বিধানসভা
এলাকা চোপড়া ইটাহার বিধানসভা কেন্দ্র দুটি যথাক্রমে দার্জিলিং বালুরঘাট লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে ওই
দুটি
এলাকার
ভোটগ্রহণের
জন্য
সমস্তরকম
সামগ্রী
ইসলামপুর
কলেজ
রায়গঞ্জ
পলিটেকনিক
থেকে
দেওয়া
হবে কিন্তু ভোটগ্রহণ পর্ব হয়ে গেলে ওই দুটি এলাকার ইভিএম ওই লোকসভা কেন্দ্রগুলির নির্দিষ্ট গণনাকেন্দ্রে পৌঁছে দেওয়া হয় এবারও
তাই
করা
হবে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

রায়গঞ্জ
লোকসভা
কেন্দ্রের
অধীনে
থাকা
সাতটি
বিধানসভা
কেন্দ্র
অর্থাৎ
ইসলামপুর,
গোয়ালপোখর
চাকুলিয়ার
ভোটগণনা
ইসলামপুর
কলেজে
করা
হবে অপরদিকে করণদিঘি, রায়গঞ্জ, হেমতাবাদ কালিয়াগঞ্জের ভোটগণনার কাজ হবে রায়গঞ্জ পলিটেকনিকে ইসলামপুর
কলেজের
ভোটগণনা
হলেও
রায়গঞ্জ
পলিটেকনিক
থেকেই
নির্বাচনের
ফলাফল
ঘোষণা
করা
হবে এসবেরই প্রস্তুতি প্রশাসন শুরু করে দিয়েছেএদিকে সাবান থেকে শুরু করে টুথপেস্ট ,ব্রাশ কিংবা সাধারণ জ্বর জারি বা সর্দিগর্মির মত অসুখ চটজলদি নিরাময়ের লক্ষ্যে নানান ধরনের ওষুধ সরবরাহ করা হবে এবার ভোট কর্মীদের যার পোশাকি নাম করন  করা হয়েছে হাইজিন কীট


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});



ভোটের কাজে নিযুক্ত বিভিন্ন কর্মীদের হাতে একেবারে নিখরচায় তুলে দেবে উত্তর দিনাজপুর জেলা নির্বাচন দপ্তর এর তরফ বস্তুত আসন্ন লোকসভা নির্বাচনে জেলার বিভিন্ন বুথে ভোট পরিচালনার দায়িত্বে থাকা সমস্ত কর্মীদের জন্য বিশেষ পরিষেবা চালু করছে এই প্রথম জেলা প্রশাসন বৃহস্পতিবার পুনরায় নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী কথা জানান অতিরিক্ত জেলা শাসক কৃষ্ণেন্দু বসাক তিনি আরো বলেন ২০১৪  সালের লোকসভা নির্বাচনে এই জেলার ভোট কর্মীদের বেড রোল অর্থাৎ বিছানার চাদর সামগ্রী সরবরাহ করা হয়েছিল যা রাজ্যে প্রথম পরবর্তীতে অন্যান্য জেলায় ভোটে চালু হয়েছে এবার নতুন সংযোজন হাইজিন কিট জেলা প্রশাসন সূত্রে জানা যায় তিনটি লোকসভা কেন্দ্রের ভোট কর্মী এই জেলায় রয়েছে এবার কুড়ি হাজার ৭৩  টি ভোট কেন্দ্র করা হচ্ছে প্রতিটি কেন্দ্রে চারজন করে ভোট কর্মী নিযুক্ত করা হবে এছাড়া প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত ১০  জন করে ভোট কর্ম
সংরক্ষণে রাখা হবে ভোট গ্রহণের আগের দিন ভোট কর্মীদের ইভিএম মেশিন ভিভি প্যাড বিলি সময় হাইজিন কিট সহ যাবতীয় সামগ্রী তুলে দেওয়া হবে তারপর সেখান থেকে নির্দিষ্ট বুতে পৌঁছাবেন ভোট কর্মীরা জেলায় রায়গঞ্জ বালুরঘাট এবং দার্জিলিং কেন্দ্র সেখানে রায়গঞ্জ কেন্দ্রে সাতটি বিধানসভার জেলার বিধানসভা বালুরঘাট কেন্দ্রের আওতায় এবং চোপড়া বিধানসভা দার্জিলিং লোকসভার অন্তর্ভুক্ত এদিন কর্ণজোড়া মাল্টিপারপাস সভাগৃহে আসন্ন লোকসভা নির্বাচনের আচরণবিধি সংক্রান্ত একদিনের কর্মশালার ব্যবস্থা করা হয় আদর করে জেলা তথ্য সংস্কৃতি দপ্তর সেখানে নির্বাচনের নানা বিষয় নিয়ে আলোকপাত করা হয় উপস্থিত ছিলেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রানা দেবদাস পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তর এর জেলা আধিকারিক অতনু মন্ডল বেশ কয়েকজন আধিকারিক


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *