March 28, 2024

300 বছরের পুরনো রায়ান দক্ষিণেশ্বর শিব মন্দির

1 min read
রাহুল রায়, পূর্ব বর্ধমান:মন্দির ময় গ্রাম রায়ান আর রায়ান গ্রামেই প্রায় 300 বছরের পুরনো রায়ান দক্ষিণেশ্বর শিব মন্দির আছে এই শিব মন্দির কে দেখতে বিভিন্ন জেলা থেকে শত শত পর্যটক এই গ্রামে আসেন এই মন্দিরের সঠিক স্থাপিত কাল জানা যায় না তবে কবিকঙ্কন মুকুন্দরাম এর একটি উক্তি আছে দক্ষিনে ঈশ্বর বানু বন্দনুরায়ানে আনে তাই এই মন্দিরকে পর্যটন মানচিত্রে স্থান দেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা স্থানীয় তৃণমূল নেতা সুখেন্দু কোনার এক বিবৃতিতে বলেন বর্তমান এই মা মাটি মানুষ সরকার সর্বধর্মের কিছু মন্দির মসজিদ ও গির্জাকে নতুনভাবে সংস্কার করছে তাই এই মন্দিরটির টেরাকোটা  নষ্ট হয়ে যাচ্ছেসেটাকে পুনরায় সংস্কারের দাবি করেছেন তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *