March 28, 2024

বাংলাদেশে গরু পাচারের আগেই রায়গঞ্জ ট্রফিক পুলিশের হাতে দুই পাচারকারী গ্রেপ্তার , আটক 29টি গরু

1 min read
তন্ময় চক্রবত্তী  বিহারের ভাগলপুর থেকে বাংলাদেশে গরু পাচারের উদ্দেশ্য যাবার
পথে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে 29টি গরু সহ দুজন পাচারকারীকে গ্রেপ্তার করল
রায়গঞ্জ এর ট্রফিক পুলি শনিবার রাতে।

রায়গঞ্জ ট্রফিক পুলিশের বড় বাবু পিনাকি সরকার জানান  গ্রেপ্তার  হওয়া ওই দুই ব্যাক্তির নাম সুরোজ শর্মা, সেলিম অনসারি

তারা একটি 12 চাকার লড়িতে  করে এই গরুগুলি বিহারের ভাগোলপুর থেকে বাংলাদেশে গরু পাচার
করার জণ্য মুর্শিদাবাদের কোন একটি বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে  নিয়ে যাওয়া হচ্ছিল সেই সমায় রায়গঞ্জের রায়গঞ্জের শিলিগুড়ি মোরে এলে

 রায়গঞ্জের
ট্রাফিক পুলিশ সেই গরু বোঝাই গাড়িটি রুটিন মাফিক চেকিং করতে গেলে কোন বৈধ কাগজপত্র
না পাওয়ায়   গরু পাচারকারী সহ গরু গুলি আটক
করে। রায়গঞ্জের ট্রাফিক পুলিশ অফিসার পিনাকী সরকার জানান এই গরুগুলিকে মুর্শিদাবাদের
কোন একটি বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে 
নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধৃত ব্যক্তিরা স্বীকার করে পুলিশের কাছে।তাদের বিরুদ্ধে
রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে তিনি জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *