March 28, 2024

রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তাদের দাবিদাওয়াগুলো পূরণ করে দেন তাহলে খুব ভালো নচেৎ না হলে রামকৃষ্ণের ভাষায় যত মত তত পথ হুঁশিয়ারি দিলেন সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এর রাজ্য নেতা শ্রীধর মিশ্র

1 min read

রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তাদের দাবিদাওয়াগুলো পূরণ করে দেন তাহলে খুব ভালো নচেৎ না হলে রামকৃষ্ণের ভাষায় যত মত তত পথ হুঁশিয়ারি দিলেন সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এর রাজ্য নেতা শ্রীধর মিশ্র

তন্ময় চক্রবর্তী ভোট একটা মেলা। কিন্তু বেলা শেষে যে নোংরা টুকরা গুলো পড়ে থাকে পাতা তোলার তখন লোক থাকে না। ভোট আসবে নেতাদের খেলা হবে। সেসময় নেতাদের দৌড়াদৌড়ি শুরু হবে। সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এর দিকে যারা দেখবে তাদের দিকে সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট ও দেখবে। আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এর রাজ্য নেতা শ্রীধর মিশ্র এক সাক্ষাৎকারে একথা বলেন। তিনি বলেন রাজ্য সরকারকে এতদিন সাপোর্ট তারা করেই আসছেন। এখনো পর্যন্ত করেই চলছেন। তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সততা নিয়ে কোন প্রশ্ন নেই কিন্তু তাঁর দলের নেতাদের সততা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি বলেন তারা সনাতন ধর্মের মানুষ তারা প্রত্যেকেই সম্মান দেন। কিন্তু সম্মানটা তারা রাখতে পারেন না। কিছু কিছু মানুষ রয়েছে যারা ক্ষমতার জন্য অনেক কিছুই করতে পারে। আর ব্রাহ্মণ ট্রাস্ট মানুষকে সহযোগিতা করে। সেই নিরিখে রাজ্যের মুখ্যমন্ত্রী কে সহযোগিতা তারা করে আসছেন। তিনি আরো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তাদের দাবিদাওয়াগুলো পূরণ করে দেন তাহলে খুব ভালো নচেৎ না হলে রামকৃষ্ণের ভাষায় যত মত তত পথ।

শ্রীধর বাবু বলেন তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল ভাতা, পেনশন, ট্রাস্টের সমস্ত আশ্রম গুলো চালু করতে হবে, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এছাড়া সংস্কৃত ভাষা ও সংস্কৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু করতে হবে। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন রাজ্যের সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এখনো আপনার সঙ্গে রয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার দলের বিভিন্ন জায়গার নেতৃত্ব ভুল পথে হাঁটছে। তিনি বলেন সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এর সমস্ত কর্মীরা রাজ্য সরকারের ভূমিকায় সন্তুষ্ট নয়। কারণ তাদের চাহিদা পূরণ করতে পারেনি সরকার। তিনি বলেন রাজ্যে 15 লক্ষ 73 হাজার সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এর সদস্য রয়েছে। তিনি বলেন এই ট্রাস্টের সকল সদস্যরা একমত শ্রীধর মিশ্র যা বলবে সেটাই শেষ কথা এখানে । তাই রাজ্য সরকারের উচিত তাদের বিষয়ে ভাবনা চিন্তা করা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *