March 28, 2024

রাজ্যে আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

1 min read

রাজ্যে আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে আইডি বিস্ফোরণের জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাতে কলকাতায় আসছেন না। উল্লেখ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে আসবেন, বিষয়টি নিয়ে রীতিমতো সাজ সাজ রব পড়ে গিয়েছিল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। বিষয়টি নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, অমিত শাহ আসছেন না। সমস্ত কর্মসূচি বন্ধ করতে বলা হয়েছে।অর্থাত্‍ অমিত শাহের সফর ঘিরে যে উত্‍সাহ, উদ্দীপনা দেখা যাচ্ছিল গত কয়েকদিন ধরে, সেখানে তিনি না আসায় মুষড়ে পড়েছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। উল্লেখ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে তৃণমূলের এক ঝাঁক বিধায়ক এবং সাংগঠনিক নেতারা বিজেপিতে যোগদান করবেন, এটা এক প্রকার ঠিক হয়ে গিয়েছিল।

পরিবর্তিত পরিস্থিতিতে কি ঘটবে সেদিকে নজর থাকবে সবার।শুধু কাল শনিবার বলে নয়, রবিবারে অমিত শাহের যে সমস্ত কর্মসূচি ছিল বাংলায় সবই বাতিল করা হয়েছে। দিল্লিতে বিস্ফোরণের জেরে অমিত শাহের সফর এবারের মতো বাতিল হল। এমন খবরই পাওয়া গিয়েছে। উল্লেখ্য দিল্লিতে বিস্ফোরণে জেরে এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। স্বাভাবিকভাবেই বিষয়টির গুরুত্ব বুঝে অমিত শাহ রাজ্য সফর বাতিল করেছেন।তবে রবিবার ডুমুরজলাতে বিজেপির সভা হবে বলে জানিয়েছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেদিন যে যোগদান মেলা কর্মসূচি রয়েছে, সেটিও হবে। অর্থাত্‍ তৃণমূলের যে সমস্ত বিধায়ক এবং অন্যান্য নেতৃত্ব বিজেপিতে যোগদান করতে চলেছেন অমিত শাহের উপস্থিতিতে বলে চর্চা চলছিল, সেই কর্মসূচির বদল হচ্ছে না। বিষয়টি নিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেছেন, কোনো কেন্দ্রীয় নেতার হাত ধরে তাঁরা বিজেপিতে যোগদান করবেন। তবে কোন নেতা কেন্দ্রীয় নেতা আসছেন, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। এর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কবে রাজ্য সফরে আসবেন, সেটাও এখনও জানা যায়নি। তাই হাওড়ার সভায় তৃণমূল ত্যাগী বিধায়ক এবং অন্যান্য নেতারা কার হাত ধরে গেরুয়া শিবিরে যোগদান করেন, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *