August 15, 2022

খিচুরি খেয়ে অসুস্থ ৩৬ জন শিশু পডুযা।

1 min read
প্রদীপ সিনহা  উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরে করণদিঘি কান্তি পাড অঙ্গন ওযাডি কেন্দ্রে সোমবার দুপুরে ৩৬ জন শিশু বাচ্চা খিচুরি খেয়ে অসুস্থ হয়ে পড়ে ।অসুস্থতার কারণে তাদের গ্রামীণ হাসপাতালে নিয়ে  ভর্তি করানো হয় ।
উত্তর দিনাজপুর জেলা করণদিঘি কান্তি পাড অঙ্গন ওযাডি কেন্দ্রে প্রতি দিনের মতো এদিনো বাচ্চা দের খাবার খাওয়ানো হচ্ছিল  ।হঠাত্ খাবার খাওয়ার কিছুক্ষণ বাদেই সমস্ত বাচ্চা অসুস্থ হয়ে পড়ে । খাবার খাওয়ার সাথে সাথেই বমি,মাথা  ব্যথা সহ নানা রকম অসুস্থতা দেখা দেয।সেই সময় তাদের স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয় ।আশঙ্কা করা হচ্ছে খাবারে পোকামাকড় পডার কারণেই ছাত্র ছাত্রীরা  অসুস্থ হয়ে পডেছে। পুলিশ এসে ঘটনার তদন্ত করছে।করণদীঘি থানার আইসী পরিমল সাহা এবং করণদীঘির বিডিও জিতেন যাদব ঘটনার খবর সোনা মাত্রই ঘটনার স্থলে যান এবং অসুস্থ বাচ্চাদের অঙ্গনারই সেন্টার থেকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান এবং তদ্বির তদারিকি করেন। 

Leave a Reply

Your email address will not be published.