August 22, 2022

কালিয়াগঞ্জ সুচেতা সাংস্কৃতিক সংস্থার উদ্যগে নজমু নাট্য নিকেতনে নৃত্যগীতি আলেখ্য

1 min read

তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ নজমুনাট্য নিকেতনে শনিবার কালিয়াগঞ্জ সুচেতা সাংস্কৃতিক সংস্থার উদ্যগে পরিবেশিত হল দুইটি নৃত্যগীতি আলেখ্য শৈশব সাথী ও অভিসারিকা।রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার স্মৃতি বহুল  শৈশব সাথী অপরটি বৈষ্ণব পদকীর্তন ও রবীন্দ্র সংগীতের ভাব সম্মিলিত নৃত্য গীতি আলেখ্য অভিসারিকা।সমগ্র অনুষ্ঠানের উপদেশনায় ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পর্ণ সংগীত মহাগুরু ডাঃ প্রদীপকুমার ঘোষ ।সংগীত পরিবেশনায় মুখ্য ভূমিকায় ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ব বিদ্যালয়ের কন্ঠ সংগীত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা ডঃ কঙ্কনা মিত্র।এছাড়াও কলকাতা বেতার ও দুরদর্শন শিল্পী শ্রীমতি গার্গী দাস বক্সী।কালিয়াগঞ্জ সুচেতা সাংস্কৃতিক সংস্থার সমস্ত শিক্ষার্থী ও শিল্পীবৃন্দ দুইটি প্রজজনায় অংশগ্রহণ করেছিলেন।যন্ত্র শিল্পী দের মধ্যে ছিলেন তবলায় সোমেশ লাহিড়ী পাখোয়াজে আশিস দাস বক্সী, বাঁশিতে ছিলেন পাঞ্চজন্য দে, শ্রীখোলে ছিলাম সুভেন্দু মান্না,গিটার ও বেহালায় ছিলেন স্বরূপ মল্লিক এবং পার্কাসনে ছিলেন প্রদীপ কুণ্ডু।নৃত্য পরিবেশনে অংশগ্রহণ করেছিলেন কালিয়াগঞ্জ এর ময়ূখী ও মনোরমা নৃত্য মহাবিদ্যালয়ের ছাত্রী বৃন্দ।এছাড়াও অনুষ্ঠানে বাচিক শিল্পে অংশগ্রহণ করেছিলেন সুনির্মল জ্যোতি বিশ্বাস ,বিভুভুষণ সাহা ,সুরজিৎ ঘোষ,সংগ্রামী ভট্টাচার্য ও পত্রাবলী চক্রবর্তী।সমগ্র অনুষ্ঠানে নৃত্য পরিকল্পনায় ছিলেন শ্রাবস্ত্রী মুখার্জি ও সুজাতা লাহিড়ী।মঞ্চ পরিকল্পনায় নন্দ কুমার ঘোষ ,আলোক পরিকল্পনায় চন্দন চক্রবর্তী।সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ব বিদ্যালয়ের কন্ঠ সংগীত বিভাগের বিভাগীয় প্রধান ডঃ কঙ্কনা মিত্র এবং ডঃ তামস রঞ্জন বন্দ্যোপাধ্যায়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ থানার আইসি বিচিত্র বিকাশ রায়।প্রায় ১৩০জন শিল্পী সমন্বয়ে এমনসুন্দর অনুষ্ঠান সুচেতা সংস্কৃতি সংস্থার এই দুর্শাহসিক পদক্ষেপ নিঃসন্দেহে অভিনন্দন যোগ্য।কালিয়াগঞ্জ শহরের মানুষ এ

কটি নতুন আঙ্গিকে অনুষ্ঠান দেখে যে মুগ্ধ হয়েছে এ কথা বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published.