কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে গর্ভবতী মহিলার সন্তান ভূমিষ্ট হবার আগেই মা ও সন্তানের মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য
কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে গর্ভবতী মহিলার সন্তান ভূমিষ্ট হবার আগেই মা ও সন্তানের মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ১৬ অক্টোবর: কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে এক গর্ভবতী মহিলা ও তার সন্তান ভূমিষ্ট হবার আগেই মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।জানা যায় গত কাল সকালে তৃপ্তি দেব শর্মা নামে মনোহরপুর গ্রামের অংশুমান দেব শর্মার গর্ভবতী স্ত্রী কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর থেকে গর্ভবতীর পরিবারের অভিবাবকদের বক্তব্য তাদের রোগীকে হাসপাতালে ভর্তি করলেও তার কোন রকম চিকিৎসা করা হয়নি।

তাদের অভিযোগ,কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসক রঞ্জনা ঝাঁ ঠায় বসে থাকলেও তিনি যেমন তাদের রোগীর কোন চিকিৎসক চিকিৎসা করেনি তেমনি দেবদত্ত বড়াল নামে অপর চিকিৎসককে রোগীর পরিবার বারবার বলেছিল এখানে যদি ভালো না করা যায় তাহলে রোগীকে ছেড়ে দিন রায়গঞ্জে ভর্তি করবে। কিন্তু চিকিত্সকরা তার স্বামীর কথার কোন গুরুত্ব দেয়নি।পরিবারের লোকদের বলেছে রোগীর চিকিৎসা চলছে এখানেই ভালো হয়ে যাবে বাইরে কোথাও নিয়ে যেতে হবেনা।কিন্তু জানা জায় বৃহস্পতিবার সকালে গর্ভবতী মহিলা তৃপ্তি দেবশর্মার প্রচন্ড শার্ট কষ্ট শুরু হয়।তখন চিকিৎসক রঞ্জনা ঝাঁ নরেচরে বসেন বলে তার বিরুদ্ধে অভিযোগ তৃপ্তি দেবশর্মার স্বামী অংশুমান দেবর শর্মার।কিন্তু তাদের রোগীকে প্রকৃত চিকিৎসা কিছু না করার কারনে বৃহস্পতিবার সকালে গর্ভবতী মহিলার মৃত্যু ঘটে শুধু তাই নয় ভূমিষ্ট হবার পূর্বেই মায়ের গর্ভে সন্তানের মৃত্যু ঘটে।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে কালিয়াগঞ্জ থানার পুলিস হাসপাতালে আসে। পরবর্তীতে কালিয়াগঞ্জ থানার আই সি দেবব্রত মুখার্জি এবং হাসপাতালের সুপার জয়দেব রায় ঘটনা আয়ত্বে আনার ব্যবস্থা করে। মৃতদেহের ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মর্গে পাঠানোর ব্যবস্থা করে।এদিকে এই ঘটনায় কালিয়াগঞ্জ থানায় হাসপাতালের দুই চিকিৎসকরঞ্জনা ঝাঁ এবং দেবদত্ত বড়ালের বিরুদ্ধে উপযুক্ত ব্যাবস্থা নেবার জন্য লিখিত অভিযোগ জানান।

