November 18, 2025

উৎসবের আগে রাস্তায় চাঁদা তোলার বিরুদ্ধে কড়া অবস্থান নিল প্রশাসন।

0
vlcsnap-2025-10-15-22h35m29s092

উৎসবের আগে রাস্তায় চাঁদা তোলার বিরুদ্ধে কড়া অবস্থান নিল প্রশাসন।

আর কয়েকদিন বাদেই কালীপুজো। উৎসবের আগে রাস্তায় চাঁদা তোলার বিরুদ্ধে কড়া অবস্থান নিল প্রশাসন। গতকাল বংশীহারী ব্লকের টাঙ্গণ সভা কক্ষে বংশীহারী থানার পক্ষ থেকে এলাকার বিভিন্ন ক্লাবকে সতর্ক করে দেওয়া হয় যেন রাস্তায় দাঁড়িয়ে চাঁদা তোলা না হয়। বিশেষ করে দৌলতপুর এলাকার একটি ক্লাবের বিরুদ্ধে অভিযোগ ওঠায় সেই ক্লাবকে সবার সম্মুখে সাবধান করা হয়।সেই নির্দেশ মেনেই মঙ্গলবার সকাল থেকে দৌলতপুর উত্তরপাড়া ক্লাবের সামনে বংশীহারী থানার পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু অভিযোগ, দুপুরে দৌলতপুর হাই স্কুল মোড় এলাকায় যুব সংঘ ক্লাবের সদস্যরা মালদাগামী একটি গাড়ি আটকে জোর করে চাঁদা তোলে।

 

 

গাড়িচালকের সঙ্গে বচসা ও মারপিটও হয় বলে অভিযোগ।উত্তরপাড়া ক্লাবের সদস্যরা প্রশ্ন তুলেছেন, “আমাদের চাঁদা তুলতে নিষেধ করা হলেও অন্য ক্লাব কিভাবে রাস্তায় গাড়ি আটকায়?” প্রশাসনের ভূমিকা নিয়েই এখন প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। তবে যুব সংঘ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। যারা এমন কাজ করেছে, তারা ক্লাবের সদস্য নয় বলে দাবি ক্লাব কর্তৃপক্ষের।

Leave a Reply

You may have missed