March 29, 2024

ভবঘুরেদের থাকার জন্য প্রায় ২ কোটি টাকা ব্যয়ে কালিয়াগঞ্জ এ তৈরি হচ্ছে নতুন ভবন

1 min read

ভবঘুরেদের থাকার জন্য প্রায় ২ কোটি টাকা ব্যয়ে কালিয়াগঞ্জ এ   তৈরি হচ্ছে নতুন ভবন  

তন্ময় চক্রবর্তী, ভবঘুরে বা মাথার ওপর ছাদ না থাকা ব্যক্তিদের আর রাস্তায় ঘুরে বেড়াতে হবে না। রেলস্টেশন, বাসস্ট্যান্ড বা কারও ঘরের দাওয়ায় আর মাথা গুঁজতে হবে না। ঝড়-বৃষ্টি বা প্রবল শীতে কাঁপতে কাঁপতে কাটাতে হবে না রাস্তার ধারে। এবার তাঁদের জন্যও বিশেষ প্রকল্প নিল কালিয়াগঞ্জ পুরসভা।

 

 

তাদের থাকা ও খাবারের জন্য প্রায় ২ কোটি টাকা তৈরি হচ্ছে ভবন। কেন্দ্র ও রাজ্য মিলিয়ে এটি তৈরি করবে। দেখভালের দায়িত্বে থাকবে কালিয়াগঞ্জ পৌরসভা।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার ইতিহাসে এই প্রথম ভবঘুরেদের জন্য নির্মাণ হচ্ছে ভবঘুরেদের বাসস্থান। কালিয়াগঞ্জ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের হাসপাতাল মোড়ের পাশে প্রায় ১ বিঘে জমির উপর গড়ে উঠবে সেটি। যার জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮৪ লক্ষ টাকা। আর সেটি তৈরি হলে সেখানেই দিনের শেষে থাকতে পারবেন।কালিয়াগঞ্জ পৌরসভার পুরপ্রধান রামনিবাস সাহা জানান, কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে ভবঘুরেদের জন্য নতুন আস্তানা তৈরি হচ্ছে। সেটি হতে চলছে কালিয়াগঞ্জ এর হাসপাতাল পাড়ার বাঘাযতীন ক্লাবের সামনে। তিনি বলেন, এর ফলে যারা শহরের এদিক ওদিক ঘুরে বেড়িয়ে যেখানে সেখানে রাত্রিযাপন করেন তারা এবার এই আস্তানায় থাকতে পারবেন। তাদের জন্য সব ধরণের ব্যবস্থা থাকবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *