March 29, 2024

নতুন বছরে প্রথমবার শিলিগুড়ি আসছেন মুখ্যমন্ত্রী

1 min read

নতুন বছরে প্রথমবার শিলিগুড়ি আসছেন মুখ্যমন্ত্রী

 

নতুন বছরে প্রথমবার শিলিগুড়ি আসছেন মুখ্যমন্ত্রী।তার ওপর আবার সামনেই পঞ্চায়েত নির্বাচন রয়েছে।তাই উত্তরের মন্ত্রী,বিধায়ক সহ নেতারা উদগ্রীব দিদির বার্তার জন্য।তবে শুধু সমতল নয় একইভাবে পাহাড়ের বাসিন্দারাও তাকিয়ে রয়েছে মুখ্যমন্ত্রীর ভাষণের দিকে।শিলিগুড়িতে পঞ্চায়েত নির্বাচন না থাকলেও উত্তরের বাকি জেলায় রয়েছে।তাই এখান থেকেই পঞ্চায়েত নিয়ে কি বার্তা দেন সেদিকে তাকিয়ে উত্তরের নেতা,মন্ত্রীরা।

 

জানা গিয়েছে,মঙ্গলবার দুপুরে তিনি বাগডোগরা বিমানবন্দর থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম প্রাঙ্গণে উপস্থিত হবেন।সেখান থেকে নানান প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন।পাশাপাশি চা বাগান শ্রমিকদের পাট্টা বিতরণ করবেন। প্রশাসনিক সূত্রে খবর মঙ্গলবার মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে রাজ্য সশস্ত্র পুলিশের ব্যারাকে নামবেন মুখ্যমন্ত্রী।সেখান থেকে সড়কপথে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা করবেন তিনি।এরপর সেখান থেকে ফের শাখা সচিবালয় উত্তরকন্যায় রাত্রীবাস করবেন তিনি।পরের দিন সকালে অর্থাৎ বুধবার উত্তরকন্যা থেকে পুলিশ ব্যারাকে যাবেন।সেখান থেকে হেলিকপ্টারে মেঘালয় যাবেন তিনি।সেই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।দুজনেই আবার সেইদিনই হেলিকপ্টারে ফেরত চলে আসবেন উত্তরকন্যায়।উত্তরকন্যায় রাত্রীবাস করার পরের দিন কলকাতা ফিরবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *