February 14, 2023

শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে কালিয়াগঞ্জের অংশিকার বড় সাফল্য

1 min read

শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে কালিয়াগঞ্জের অংশিকার বড় সাফল্য

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ১৩আগস্ট: উত্তরবঙ্গের শিলিগুড়িতে সর্ব ভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ আয়োজিত উত্তরবঙ্গ আঞ্চলিক প্রতিযোগিতায় কালিয়া গঞ্জের শেঠকলোনীর শিশু শিল্পী অংশিকা ঘোষ কত্থক নৃত্য প্রতিযোগিতার সাথে সাথে নজরুল নৃত্যে যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থান দখল করে।

 

গত ৯আগস্ট উত্তরবঙ্গ আঞ্চলিক সমাবর্তন অনুষ্ঠানে অংশিকা ঘোষ কত্থক নৃত্যে প্রথম হওয়ার সুবাদে সে কত্থক নিত্য পরিবেশন করে সবার মন জয় করে নেয়। জানা যায় অংশিকা কত্থক নৃত্যে স্বর্ণপদক এবং নজরুল নৃত্যে তাম্প্র পদক পেয়েছে বলে জানা যায়। অংশিকার হাতে দুটি পুরস্কারের সাথে শংসাপত্র তুলে দেন বিশিষ্ট তবলাবাদের পন্ডিত সুবীর অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *