March 22, 2023

যক্ষ্মা রোগ নির্মূল করতে পথনাটিকার মাধ্যমে সচেতনতার বার্তা – তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২২ মার্চ:

1 min read

যক্ষ্মা রোগ নির্মূল করতে পথনাটিকার মাধ্যমে সচেতনতার বার্তা

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২২ মার্চ:আগামী ২৪ শে মার্চ বিশ্ব যক্ষা দিবস। তার আগে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে ব্লকে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন এলাকায় সচেতনতার বার্তা দিচ্ছে স্বাস্থ্য দপ্তরের জেলা যক্ষা ইউনিট। বুধবার জেলার কালিয়াগঞ্জ এর মহেন্দ্রগঞ্জ বাজারে যক্ষা নিয়ে মানুষকে সচেতন করতে একটি পথ নাটিকা পরিবেশিত হয়। নাটকের মাধ্যমে সাধারন মানুষকে সচেতন করে তোলার সাথে সাথে ব্যাপক প্রচার করা হচ্ছে যক্ষা কোন মারন রোগ নয়। ঠিকঠাকভাবে চিকিৎসা করালে এই রোগ নির্মুল সম্ভব হয়।

 

যক্ষা রোগের চিকিৎসার ঔষুধ পত্র সমস্ত হাসপাতালে বিনামূল্যে দেওয়া হয়ে থাকে। যক্ষা হলে কি কি করনীয় এবং কোথায় যেতে হবে তা নাটকের মাধ্যমে সাধারন মানুষকে বোঝায় এই নাট্য গোষ্টির সদস্যরা। নাট্য গোষ্টির অন্যতম সদস্যা বৈশাখী রায় বলেন, এই নাটকের মাধ্যমে ভাল সারা মিলছে সর্বত্র। জেলার বিভিন্ন জায়গায় আমরা নাটকের মাধ্যমে যক্ষা রোগ নিয়ে মানুষকে বোঝাচ্ছি। সাধারন মানুষ খুব ভাল ভাবে গ্রহন করছে তাদের বক্তব্য। কালিয়াগঞ্জ পূরসভার যক্ষা বিভাগের সুভার ভাইজার শীর্ষেন্দু চৌধুরী বলেন, যক্ষ্মা রোগ নির্মূল করা এটি একটি জাতীয় কর্মসূচি। এই কর্মসূচিকে সফল করার জন্য ইতিমধ্যে জেলা জুড়ে জোরদার প্রচার অভিযান শুরু হয়েছে। প্রতিটি ব্লকে এবং গ্রামে গিয়ে পথনাটিকার মধ্য দিয়ে সাধারণ মানুষকে বার্তা দেওয়া হচ্ছে। তিনি বলেন এই নাটকের মাধ্যমে বার্তা দেওয়ার ফলে সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে জেলা জুড়ে। তিনি আরো বলেন যক্ষ্মা রোগ কোন আতঙ্কের বিষয় নয়। সঠিক সময় চিকিৎসা করলে নিরাময় সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *