February 14, 2023

পথ চলতি সাধারণ মানুষ দের নিয়ে ভাতৃ দ্বিতীয়া পালন করলো সংকল্প ||

1 min read

পথ চলতি সাধারণ মানুষ দের নিয়ে ভাতৃ দ্বিতীয়া পালন করলো সংকল্প ||

শুভজিৎ দাস:আজ ভাই ফোঁটার পূণ্য লগ্নে রায়গঞ্জের ঘড়ি মোড়ে পথ চলতি মানুষদের নিয়ে ভাতৃ দ্বিতীয়া পালন করলো সংকল্প নামক স্বেচ্ছাসেবী সংস্থা। ভাই ফোঁটার লগ্ন পার হলেও ভাই বোনের পবিত্র বন্ধন কে সুদৃঢ় করতে এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তা রা। পথ চলতি মানুষ, Toto চালক, রিকশা চালক, সাফাইকর্মি সহ পুলিশ দেরও ফোঁটা সহযোগে উপহার স্বরূপ তুলে দেওয়া হয় জলের বোতল।

এরম এক toto চালকের কথায় উঠে আসে খুশির সুর।এছাড়াও কর্মরত পুলিশ কর্মীরা কাজের জন্য ফোঁটা নিতে পারেন নি, তাদের সেই আক্ষেপ দুর হয় বলে তারা জানান।প্রায় ১৫০থেকে ১৬০জন ভাই দের ফোঁটা দেন সংস্থার মহিলা সদস্য রা। এদিন এর কর্মসূচি তে সংকল্প এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সোমা দত্ত, শুভম সরকার, প্রবাল সাহা, অদিতি রায়, তাপসী পাল, সন্দিপা দাস, প্রদীপ্ত ঘোষ, অঙ্কুশ গোস্বামী, অজয় বালা প্রমুখ।সংস্থার সভাপতি সোমা দত্ত এদিন জানান সারাবছরই তারা নানা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *