February 10, 2023

নন্দীগ্রামে উদ্ধার বিরল প্রজাতির তক্ষক

1 min read

নন্দীগ্রামে উদ্ধার বিরল প্রজাতির তক্ষক

শান্তনু পানের রিপোর্ট পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের দাউদ পুরের নয়নান গ্রামে আম আদমি পার্টির কো-অর্ডিনেটর রাজিবুল ইসলাম এর বাড়ি থেকে উদ্ধার হল বিরল প্রজাতির তক্ষক। উদ্ধার করেন নন্দীগ্রামের বনদপ্তর কর্মীরা।জানা যায় ওই নেতার বাড়ির ভেতরে আম আদমি পার্টির পোস্টার সরানোর কাজ করার সময়

এক কর্মী ওই তক্ষকে দেখতে পায়।তখন তার সন্দেহ জাগাতে নিজেই গুগলের সার্চ করে দেখে না ওটা তক্ষক না অন্যকিছু, পরে তা জানতে পেরে ওই তক্ষককে উদ্ধার করে বনদপ্তর হাতে তুলে দেন ওই কর্মী। তক্ষক উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *