February 13, 2023

নকশালবাড়িতে ফের পথ দূর্ঘটনা! স্করপিও ও অল্টোর মুখোমুখি সংঘর্ষে মৃত ২আহত ৫যুবক

1 min read

নকশালবাড়িতে ফের পথ দূর্ঘটনা! স্করপিও ও অল্টোর মুখোমুখি সংঘর্ষে মৃত ২আহত ৫যুবক

 

নকশালবাড়িতে ফের পথ দূর্ঘটনা! স্করপিও ও অল্টোর মুখোমুখি সংঘর্ষে মৃত ২আহত ৫যুবক। নকশালবাড়ির বেঙ্গাইজোতের এশিয়ান হাইওয়ে-২ জাতীয় সড়কের ঘটনা।জানা গিয়েছে অল্টোটি বিহার থেকে শিলিগুড়িতে যাওয়ার সময় উল্টোদিক থেকে একটি স্করপিও নিয়ন্ত্রণ হারিয়ে অল্টোটিকে মুখোমুখি ধাক্কা দেয়

।আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।মৃত ২যুবকে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে বলে জানা গিয়েছে।মৃত দুই যুবক বিহারের বাসিন্দা।ঘটনার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *