দুর্ঘটনা এড়াতে পথ সচেতনতা উপর পুলিশের!
1 min read
দুর্ঘটনা এড়াতে পথ সচেতনতা উপর পুলিশের!
পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট।দুর্ঘটনাকে এড়াতে এবং সাধারণ মানুষের সচেতনতায় সোমবার সকাল সকাল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার পুলিশের।সোমবার কেশপুর থানার উদ্যোগে আমরাকুচি ও পঞ্চমী
এলাকায় পদযাত্রার মাধ্যমে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করল কেশপুর থানার পুলিশ।প্রসঙ্গত জেলা পুলিশের নির্দেশে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি থানায় সাধারণ মানুষকে সচেতন করতে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।