দুইদিন ব্যাপী উত্তর দিনাজপুরের লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব শেষ হল রায়গঞ্জে
1 min read
দুইদিন ব্যাপী উত্তর দিনাজপুরের লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব শেষ হল রায়গঞ্জে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় দুই দিন ব্যাপী জেলা লোকসংস্কৃতি, আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের সমাপ্তি হলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের মাড়াইকুড়ায়। উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অভিজিৎ বিশ্বাস জানান পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে এবং উত্তর দিনাজপুর জেলা প্রশাসন ও পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমীর সহযোগিতায় রায়গঞ্জের মাড়াইকুড়া ইন্দ্রমোহন বিদ্যালয় ময়দানে শুরু হয় ৩রা ফেব্রুয়ারি জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব। শুক্রবার সন্ধ্যায় এই উৎসবের সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন।
উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, অতিরিক্ত জেলাশাসক হাসিন জেহেরা রিজভি, রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি, উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালি ঘোষ সাহা প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা। বিশিষ্ট অতিথিদের বক্তব্যের পরেই সম্বর্ধনা জ্ঞাপন করা হয় উত্তর দিনাজপুর জেলার বিশিষ্ট খন পালা শিল্পী রমেশ বর্মন কে।
তাকে সম্বর্ধনা তুলে দেন উপস্থিত মন্ত্রী সত্যজিৎ বর্মন। প্রথম দিনের মঞ্চে অনুষ্ঠিত হয় আদিবাসী নৃত্য, ভাটোলের নুর আলম পরিবেশিত ভাড় যাত্রা, বাউল সংগীত পরিবেশন করেন শিল্পী স্বপন বর্মন, মেঘনাথ সিংহ, জেলার বিশিষ্ট মুখোশ নাচ শিল্পী শচীন্দ্রনাথ সরকারের পরিচালনায় পরিবেশিত হয় মুখোশ নাচ । এছাড়াও পরিবেশিত হয় জেলার মহিলা খন দলের খন পালা ‘মা দুর্গা’। অন্যান্য দিনের অনুষ্ঠানের মধ্যে রয়েছে বাউল শিল্পী কংগ্রেস সিংহ, তরণীসেন মহন্ত, গোকুলচন্দ্র দাস, লোকসঙ্গীতে নবমিতা দাস সুনীল শীল প্রমুখ বিশিষ্ট শিল্পীরা। খন পালার মধ্যে থাকছে মিলন তিথি ও মহিষমর্দিনী দুর্গা। এছাড়াও আকর্ষণীয় বিষয়ের মধ্যে থাকছে বাণী বন্দনা যাত্রা সংস্থার যাত্রাপালা ‘মেয়েতো নয় মনসা’। এবং রায়গঞ্জ বন্দর যুব-নাট্য সম্প্রদায়ের যাত্রাপালা ‘শাজাহান আজও কাঁদে’। অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা হয় পাঁচই ফেব্রুয়ারি।
Artificial intelligence creates content for the site, no worse than a copywriter, you can also use it to write articles. 100% uniqueness,5-day free trial of Pro Plan :). Click Here:👉 https://whitestudios.ru/kassa/incs/1xbet_besplatno_stavka-2021.html
Artificial intelligence creates content for the site, no worse than a copywriter, you can also use it to write articles. 100% uniqueness,5-day free trial of Pro Plan :). Click Here:👉 https://dakelin.ru/news/promokod_143.html
Artificial intelligence creates content for the site, no worse than a copywriter, you can also use it to write articles. 100% uniqueness,5-day free trial of Pro Plan :). Click Here:👉 https://ceramicinspirations.co.uk/articles/promokod_191.html