ইসলামপুর উচ্চ বালক বিদ্যালয়ে পরিদর্শনে মহকুমা শাসক।
1 min readইসলামপুর উচ্চ বালক বিদ্যালয়ে পরিদর্শনে মহকুমা শাসক।
ইসলামপুর উচ্চ বালক বিদ্যালয়ে পরিদর্শনে মহকুমা শাসক। তিনি ইসলামপুর হাই স্কুলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন প্রধান শিক্ষকের সঙ্গে। তার মধ্যে শিক্ষকদের বিষয়টি দেখেন অর্থাৎ শিক্ষকদের রেজিস্টার অর্থাৎ উপস্থিতির হার আজ খতিয়ে দেখেন। তিনি বলেন বেশ কিছু শিক্ষক শিক্ষিকা অনুপস্থিত রয়েছেন।এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থাও গ্রহণ করার কথা বলেন।কেন তারা আসছেন না স্কুলে। প্রধান শিক্ষক বলেন ৪০ জন শিক্ষক রয়েছে যার মধ্যে একজন বিধায়ক বর্তমানে তিনি মন্ত্রী।
মোট ৩৯ জন শিক্ষক তার মধ্যে প্রায় 14 জন শিক্ষক অনুপস্থিত রয়েছেন। একজন মাতৃত্বকালীন ছুটিতে আছেন একজন সিসিএল এ আছেন ও দুজন আমাকে বলে গিয়েছেন ১০ জন অনুপস্থিত আছেন। অপরদিকে মহকুমা শাসক আব্দুল শাহিদ বলেন জেলাকে বিষয়টি জানানো হবে এবং তারপর ব্যবস্থা গ্রহণ হবে।
Artificial intelligence creates content for the site, no worse than a copywriter, you can also use it to write articles. 100% uniqueness,5-day free trial of Pro Plan :). Click Here:👉 https://whitestudios.ru/kassa/incs/1xbet_besplatno_stavka-2021.html
Artificial intelligence creates content for the site, no worse than a copywriter, you can also use it to write articles. 100% uniqueness,5-day free trial of Pro Plan :). Click Here:👉 https://dakelin.ru/news/promokod_143.html
Artificial intelligence creates content for the site, no worse than a copywriter, you can also use it to write articles. 100% uniqueness,5-day free trial of Pro Plan :). Click Here:👉 https://ceramicinspirations.co.uk/articles/promokod_191.html