November 14, 2024

ভান্ডার তৃনমূল অঞ্চন কমেটির উদ্যোগে শীতের কম্বল বিতরন

1 min read

নিজস্ব প্রতিনিধি (বর্তমানের কথা) ঃ দেশ জুড়ে যথাযথ মর্যাদার সাথে পালন করা হচ্ছে প্রযাতন্ত্র দিবস উদযাপন। সেই মতে এই মহান দিনে গ্রামের দুস্থ্য মানুষের পাশে দারানোর উদ্যোগ গ্রহণ করা হয় তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে।এদিন দুপুরে দুস্থ্য মানুষদের শীত বস্ত্র বিতরন কর্মসূচী গ্রহণ করা হয় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ৭ নং ভান্ডার তৃনমূল কংগ্রেসে পক্ষ থেকে। এদিন এলাকার ১০০০ হাজার দুস্থ্যদের মধ্য শীত বস্ত্র প্রদান করা হয়।  এদিন অনুষ্ঠানে জাতীয় পতাকা ও দলীয় পতাকা এবং প্রদীপ প্রোজ্জ্বলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন তৃনমূল জেলা সভাপতি তথা ইটাহারের বিধায়ক অমল আচার্য,এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক সভাপতি ও শহর সভাপতি দধীমোহন দেবসর্মা এবং জয়ন্ত সাহা, পৌরপিতা কার্তিক পাল, সহ আরো অনেকে। শীত বস্ত্র পেয়ে খুশি গ্রামের দুস্থ্য মানুষেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *