তন্ময় চক্রবর্ত্তী (বর্তমানের কথা) ঃ যেখানে যায় মানুষ রোগ সারাতে সেখানকারি যদি রোগ থাকে তাহলে মানুষের রোগ সারবে কি করে এই প্রয়জনীয়তার কথা মাথায় রেখে আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এ স্টেট জেনারেল হাসপাতালে রোগী কল্যাণ সমিতির একটি মিটিং এ একগুচ্ছ কালিয়াগঞ্জ হাসপাতালের উন্নয়নের পরিকল্পনা নিলেন কালিয়াগঞ্জের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা কালিয়াগঞ্জ এর পৌরপতি কার্তিক চন্দ্র পাল।তিনি বলেন বাংলা জুড়ে বিভিন্ন হাসপাতালে ডাক্তারের একটি সমস্যা রয়েছেই তার থেকে পিছিয়ে নেই কালিয়াগঞ্জ হাসপাতালও তবে এরই মধ্যে আসার কথা হাসপাতালের ডাক্তারের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে।যেখানে বিগত কিছুদিন আগে অবধি ডাক্তার ছিল ৬জন সেখানে আজ ডাক্তারের সংখ্যা বৃদ্ধি হয়ে হয়েছে ৮ জন তবে খুব শিঘ্রই কালিয়াগঞ্জ হাদপাতালের ডাক্তারের সংখ্যা বৃদ্ধি হতে চলেছে।পৌরপতি আরো বলেন কালিয়াগঞ্জ হাসপাতালে ও পি ডি কোনো বিল্ডিং না থাকার ফলে একদিকে যেমন বাইরের থেকে আসা রোগীদের বসার অসুবিধা হচ্ছে তেমনি হাসপাতালের ডাক্তারদের নিদিষ্ট কোনো বসার জায়গা না থাকার ফলে ডাক্তার দেরো সমস্যায় পড়তে হচ্ছে।তাই খুব শীঘ্রই যাতে ও পি ডি ভবন নির্মাণ হয় তার জন্য রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে জেলা শাসকের কাছে একটি প্রস্তাব পাঠানো হচ্ছে,পৌরপতি আরো বলেন হাসপাতালে কোনো স্টোর না থাকার ফলে হাসপাতালের জীবন দায়ী ওষুধ রাখতে অসুবিধা হচ্ছে তাই সে সমস্যা সমাধানে র জন্য জেলক শাসক এর কাছেও অনুরোধ জানানো হচ্ছে।পৌরপতি আরো বলেন খুব শীঘ্রই পশ্চিম বঙ্গ সরকারের পৌর দপ্তর থেকে গ্রিন সিটি প্রকল্পের মাধ্যমে হাসপাতাল চত্বরে ৭৭ লক্ষ্য টাকা ব্যয়ে সৌন্দজায়নের ব্যবস্থা করা হচ্ছে।তাছাড়া হাসপাতালে যে সমস্ত পরিত্যক্ত ভবন গুলো পরে রয়েছে সেগুলো যাতে রিপিয়ার করার ব্যাবস্থা করা যায় তার জন্যও পরিকল্পনা নেওয়া হচ্ছে।আজকের এই রোগী কল্যাণ সমিতির মিটিং এ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিল রোগী কল্যাণ সমিতির সদস্য নিতাই বৈশ্য ,জেলা প্রশাসনের পক্ষে শুভেন্দু রায় ,কালিয়াগঞ্জ স্টেট জেলারেল হাসপাতালের সুপার রজতশুভ্র হালদার প্রমুখ।