দেবাঞ্জলী চক্রবর্তী ,কলকাতা(বর্তমানের কথা) ঃএকটু অফবিট কোথাও ঘুরতে যেতে চান যানজট বহুল ব্যস্ত শহরের থেকে একটু দূরে?ঘুরে আসুন মৈনাম ভালেদুঙ্গা ট্রেক। প্রতি বছর সিকিমের পশ্চিম এ এই ট্রেক এর আয়োজন করা হয় বর্ষা বাদে যে কোন সময় যাওয়া যায়।জঙ্গল ,রাতের তাবু তে শুয়ে আকাশ গঙ্গা দেখা , ভোরের কাঞ্চনজঙ্ঘা আর আদিম প্রকৃতি মিলে ছোটবেলার চাঁদের পাহাড় কে বাঁচাতে শেখাবে। একটু অন্য রকম ছুটি কাটানো। মৈনামের থেকেও ভালেদুঙ্গা যাওয়ার রাস্তা আরও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। জঙ্গলের পথে যদিও দিনের সফর কারন রাতে ভালুক ও জন্তু জানোয়ারের ভয় আছে।এন.জি.পি থেকে শেয়ারের গাড়িও পাওয়া যায় কিন্তু সকাল ১০ টা পর্যন্ত এছাড়া তেনজিং নোরগে বাস ডিপো থেকে বাস পাওয়া যায় জন প্রতি ১৩০/-১
এন.জি.পি থেকে এন.জি.পি জনপ্রতি ৫০০০/ সব নিয়ে
চার দিনের ছোট্ট সফর সেরে আসা যায় কোলকাতা থেকে ।