October 11, 2024

উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে একটি মনগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হল নওদা স্টাউট ক্লাবের পক্ষ থেকে

1 min read

(বর্তমানের কথা)প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সোমবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে একটি মনগ্য  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হল  নওদা স্টাউট ক্লাবের পক্ষ থেকে। এদিন দুপুরে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুরু হয় এদিনের অনুষ্ঠানের কর্মসূচী। সারা দিন ধরে স্থানীও ও বহিরাগত বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে আবৃতি নাচ, গান, বসে আঁকো এমনকি প্রশ্ন উত্তর প্রতিযোগিতায়।তার সাথে সন্ধ্যা হতেই বহিরাগত শিল্পী দ্বারা আয়জিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন অনুষ্ঠানে বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেয় আমন্ত্রিত অথিতি বৃন্দরা। অনুষ্ঠান চলাকালীন এদিন ক্লাবের পক্ষ থেকে একটি দেওয়াল পত্রিকার উদ্বোধন করা হয়। এদিন এই পত্রিকার উদ্বোধন করেন হেমতাবাদের বিডিও সঞ্জয় থাঠাল মহাশয়। এদিনের এই অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন হেমতাবাদ থানার ওসি বিশ্বনাথ নাথ মিত্র। হেমতাবাদ ব্লকের যুগ্ম বিডিও আবির দত্ত, উত্তর দিনাজপুর জেলার মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষা মহসিনা খাতুন সহ আরো অনেকে।ক্লাবের সভাপতি তজিমুল ইসলাম বলেন প্রতি বছরের ন্যায় এবছরো আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্থানীয় ও ববহিরাগত শিল্পীদের নিয়ে। তবে এ বছর আমাদের বিশেষ আকর্ষণ আমাদের “নব পল্লব” নামে এই পত্রিকা প্রকাশন করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *