December 7, 2024

মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গাকিংকর সদনে বাংলার আবাস বিতরণ দিবস পালন

1 min read

বিশ্বজিৎ মন্ডল ।, মালদা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়  আর্থিক সহায়তা প্রদান শুরু হয়েছে।সেমতো জেলা প্রশাসনের উদ্যোগে মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গাকিংকর সদনে বাংলার আবাস বিতরণ দিবস পালন করা হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, অতিরিক্ত জেলা শাসক মলয় মুখোপাধ্যায়, মালদা জেলা পরিষদের সভাধিপতি সরলা মুর্মু,ইংরেজ বাজার ব্লকের বিডিও দেবর্ষি মুখোপাধ্যায় সহ অন্যান্য অতিথিরা।প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সভাধিপতি সরলা মুর্মু ও জেলা শাসক কৌশিক ভট্টাচার্য।এদিন গৃহহীনদের বাড়ি তৈরির জন্য প্রথম পর্যায়ে শংসা পত্র তুলে দেওয়া হয়।
মূল অনুষ্ঠান কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই অনুষ্ঠানের সুচনা করেন। মালদা জেলার বিভিন্ন ব্লক এলাকা থেকে পঞ্চাশ জন আবেদনকারী সেখানে যান এবং শংসাপত্র গ্রহন করেন।এদিন সাড়া রাজ্যে প্রায় পাঁচ লক্ষ্য গৃহহীনদের হাতে এক লক্ষ্য কুড়ি হাজার টাকা প্রদান করা হয়।মঞ্চে বড় প্রজেক্টরের মাধ্যমে কলকাতার অনুষ্ঠান সরাসরি দেখানো হয় প্রেক্ষাগৃহে উপস্থিত আবেদনকারীদের।জেলা শাসক কৌশিক ভট্টাচার্য এদিন জানান,”আবেদনকারী গৃহহীনদের চার বারে আর্থিক সাহায্য ব্যাঙ্কের মাধ্যমে প্রদান করা হবে।মোট ১লক্ষ ২০ হাজার টাকা।অর্থ নিয়ে বাড়ি তৈরি না করলে কঠোর ব্যবস্থা  নেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে।সাথে দালালচক্র থেকে সাবধান থাকতে হবে গৃহ প্রাপকদের বলে জানান জেলাশাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *