December 12, 2024

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী মাঠে দুই দিন ব্যাপী 27তম উত্তর দিনাজপুর জেলা শীতকালীন বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

1 min read

তপন চক্রবর্তী ঃ- উত্তর দিনাজপুর  বর্তমানের কথা  মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী মাঠে দুই দিন ব্যাপী 27তম উত্তর দিনাজপুর জেলা শীতকালীন বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন জেলার অতিরিক্ত জেলা শাসক (L.R)  লাকপা নড়বু শেরপা।বর্ণাঢ্য এই ক্রীড়া প্রতিযোগীতায়  অংশগ্রহনকারী খেলোয়াড়দের কাছথেকে মার্চ পাস্টের অভিবাদন গ্রহণ করেন উপস্থিত বিশিষ্ট ব্যাক্তিগন।এই অনুষ্ঠানের পতাকা উত্তোলন করেন প্রাক্তন জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার সম্পাদক অসীম ঘোষ।অনুষ্ঠানে বিশিষ্ট ব্যাক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক উত্তর দিনাজপুর রবীন্দ্র নাথ মন্ডল, ডিপিও উত্তর দিনাজপুর প্রবীর কুমার পাত্র ,কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল ,কালিয়াগঞ্জ এর বিডিও মহঃ জাকারিয়া ,পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য,রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা বঙ্গরত্ন  শুভেন্দু মুখার্জী ,জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার সম্পাদক প্রবীর গুহ এবং কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন কুমার সাহা।জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার সম্পাদক প্রবীর গুহ বলেন দুইদিন ব্যাপী জেলা শীতকালীন  বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগীতায় মোট বালিকা ও বালকদের মিলে ৬৮ টি ইভেন্টসের খেলা হবে।উদ্বোধক অতিরিক্ত জেলা শাসক লাকপা নরবু শেরপা বলেন ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণ করা মানেই প্রথম বা দ্বিতীয় হতে হবে তার কোনো মানে নেই।খেলা ধুলায় অংশগ্রহণ করলে ক্ষতির চেয়ে লাভের অঙ্কটাই বেশি।একজন খেলোয়াড় তার খেলাধুলার কারণেই নিজের শরীর সুঠাম অবস্থায় রাখতে পারে।খেলাধুলার মাধ্যমে বেঁচে থাকার রসদ পাওয়া যায়।বিদ্যালয় ক্রীড়া সংস্থার সম্পাদক প্রবীর গুহ জানান,তাদের এই দুইদিন ব্যাপী জেলা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা উনুষ্ঠানে এবার ২০১৭ সালে ৬৩ তম রাজ্য স্কুল আথেলেটিক্স এ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন বিদ্যালয়ের যে সমস্ত ছাত্র ছাত্রীরা সাফল্য পেয়েছে তাদের ৬ জন কে সম্বর্ধনা দেওয়া হল।এছাড়াও ২০১৭ সালে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিভিন্ন খেলায় জাতীয় স্তরে সাফল্য পেয়েছে তাদের মধ্যে ১২ জনকে আজকের মঞ্চে সম্বর্ধনা দেওয়া হল।শুধু তাই নয় উত্তর দিনাজপুর জেলার  যে সমস্ত বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকেরা কৃতিত্বের সাথে জেলার ছাত্র ছাত্রী খেলাধুলায় রাজ্য এবং জাতীয় স্তরে খেলার সুযোগ করে দেবার পেছনে যাদের অবদান আছে সেই সমস্ত ৯ জন ক্রীড়া শিক্ষকদের এই মঞ্চে সম্বর্ধনা জানানো হল।সম্বর্ধনা জানানো হলে আরো ১০ জন অবসর প্রাপ্ত ক্রীড়া শিক্ষককে যাদের খেলাধুলার ক্ষেত্রে অবদান এক কথায় বিশাল।জেলায় শীত কালীন বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় জেলার ১২৯টি বিদ্য
ালয়ের ৫শতাধিক ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে।আগামী বুধবার ক্রীড়া প্রতিযোগিতার শেষে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *