তপন চক্রবর্তী : উত্তর দিনাজপুর  শ্রী  গঙ্গাবাবাজির উদ্যোগে বুধবার ভোরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে 104 প্রহর ব্যপি তারক বম্ম নাম যজ্ঞ অনুষ্ঠান কে কেন্দ্র করে মঙ্গলবার সকালে কালিয়াগঞ্জ শহরে একটি শোভা যাত্রা বের হয় । হরি নাম সংকীতন সহযোগে এই মিছিলে কালিয়াগঞ্জ শহরের বাসিন্দারা পা মিলালে মহামিলন ক্ষেত্রের রূপনেয়। এই অনুষ্ঠান বুধবার থেকে শুরু হয়ে চলবে 12 ফেব্রুয়ারি প্ৰযন্ত এক নাগাড়ে এই নাম সংকতীনে কলকাতানদীয়ারাজমহলপাঁজিপাড়ামির্জাপুরদক্ষিণ দিনাজপুরহেমতাবাদ ও কালিয়াগঞ্জ এর বেশ কিছু নামি দামি কীর্তনের দল অংশগ্রহণ করবে বলে জানান সংস্থার সম্পাদক মিহির কান্তি চৌধুরী। তিনি বলেন এই উসব কে কেন্দ্র করে বেশ কয়েক  দিন চলবে মেলা। কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গন বতর্মানে উসবে মুখর হয়ে উঠেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *